আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

দিল্লিতে এসে দলে যোগ দিয়েছেন লিটন

জরুরি পারিবারিক প্রয়োজন সেরে শুক্রবার দিল্লি এসে দলে যোগ দিয়েছেন তিনি।

দিল্লি থেকে

দিল্লিতে এসে দলে যোগ দিয়েছেন লিটন

দলে যোগ দিয়েছেন লিটন

কলকাতায় পাকিস্তানের বিপক্ষে হারের পরদিন পুরো দল দিল্লি আসলেও লিটন দাস ফিরে যান ঢাকায়। জরুরি পারিবারিক প্রয়োজন সেরে শুক্রবার দিল্লি এসে দলে যোগ দিয়েছেন তিনি। 

বাংলাদেশ দলের ম্যানেজার রাবীদ ইমাম দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার সকালের ফ্লাইটে ঢাকা থেকে রওয়ানা দেন লিটন। দুপুরে পৌঁছে যান দিল্লিতে। 

গত মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয় বাংলাদেশ দল। আনুষ্ঠানিকভাবে বিদায় নেয় টুর্নামেন্ট থেকেও। ওই ম্যাচে দলের ব্যাটিং বিপর্যয়ের মাঝে ৪৫ রান করেন লিটন। ম্যাচের পরদিন বুধবার দেশে ফেরেন বাংলাদেশের ওপেনার। দলের পক্ষ থেকে জানানো হয়, জরুরি মেডিকেল প্রয়োজনে দেশে যেতে হয়েছে তাকে। এক সূত্রে জানা যায়, সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে উড়ে গিয়েছিলেন তিনি। তবে লিটন নিজে এই ব্যাপারে কিছু জানাননি। ছোট্ট ছুটি কাটিয়ে তিনি ফিরলেন সময়মত।

বিশ্বকাপের মাঝে এর আগে দুদিনের জন্য দেশে ফিরে গিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে তার ফেরাটা ছিলো কিছুটা অদ্ভুত। মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর দেশে ফিরে শৈশোবের কোচের সঙ্গে অনুশীলন করেন সাকিব। আচমকা অধিনায়কের দেশে ফিরে অনুশীলন করা জন্ম দেয় বিতর্কের। 

এদিকে, শুক্রবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সন্ধ্যা থেকে অনুশীলন করার কথা ছিল বাংলাদেশ দলের। তবে সকালে সিদ্ধান্ত বদলে যায়। অনুশীলন বাতিল করে আরও একদিন বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শনি ও রবিবার দুদিন অনুশীলন করে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত হবেন সাকিব আল হাসানরা। সোমবার স্থানীয় সময় দুপুর দুইটায় লঙ্কানদের বিপক্ষে লড়াই বাংলাদেশের। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত করতে ম্যাচটি জেতার বিকল্প নেই। ভারতের কাছে ৫৫ রানে গুটিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়া লঙ্কানদের জন্যও সমীকরণ কাছাকাছি।

Comments

The Daily Star  | English

Remittance-rich Sylhet ranks poorest in new index

Long seen as the “London of Bangladesh” for its foreign earnings and opulent villas, Sylhet has been dealt a sobering blow. The country’s first Multidimensional Poverty Index (MPI) has revealed that the division is, in fact, the poorest in Bangladesh when measured by access to education, healthc

5h ago