চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

ময়মনসিংহের ত্রিশালে চুরির অভিযোগে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন।
আজ সোমবার ভোর সাড়ে ৩টার দিকে ত্রিশাল মঠবাড়ী ইউনিয়নের রায়মনি দক্ষিণপাড়া বাইতুল রহমান জামে মসজিদে এ ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহম্মদ দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রানা মিয়া (৩৫) ময়মনসিংহ কোতোয়ালি থানার পরাণগঞ্জ ইউনিয়নের হিরন পলাশিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয়দের বরাতে ওসি মুনসুর আহম্মদ জানান, ওই মসজিদে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। এলাকাবাসীর এতে ক্ষোভ ছিল।
সোমবার ভোরে রানা মিয়াকে স্থানীয়রা হাতেনাতে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান ওসি।
খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ওসি জানান, এ ঘটনায় নিহতের ছোট ভাই রুবেল মিয়া বাদী হয়ে ত্রিশাল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
Comments