আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

কোহলির সঙ্গে তেমন কথা হয় না যুবরাজের

কোহলি ব্যস্ত থাকায় তাকে বিরক্ত না করতেই তেমন যোগাযোগ করেন না বলে জানান এই অলরাউন্ডার।

কোহলির সঙ্গে তেমন কথা হয় না যুবরাজের

কোহলি ব্যস্ত থাকায় তাকে বিরক্ত না করতেই তেমন যোগাযোগ করেন না বলে জানান এই অলরাউন্ডার।
কোহলির সঙ্গে তেমন কথা হয় না যুবরাজের

রাখঢাক না রেখে সাবেক অধিনায়ক এমএস ধোনির সঙ্গে শীতল সম্পর্কের কথা জানিয়েছিলেন যুবরাজ সিং। এবার ভারতের আরেক সাবেক অধিনায়ক বিরাট কোহলির সঙ্গেও খুব একটা যোগাযোগ হয়না তার। কোহলি ব্যস্ত থাকায় তাকে বিরক্ত না করতেই তেমন যোগাযোগ করেন না বলে জানান এই অলরাউন্ডার। 

'টিআরএস ক্লিপস' শোতে যুবরাজের কাছে জানতে চাওয়া হয় কোহলির সঙ্গে তার যোগাযোগ কেমন। তার উত্তরে এই অলরাউন্ডার বলেন, 'খুব একটা না।' এরপর এর কারণ ব্যাখ্যা করে বলেন, 'সে খুব ব্যস্ত। তাই আমি তাকে খুব একটা বিরক্ত করি না।'

কোহলি যখন আন্তর্জাতিক ক্রিকেটে পা দিয়েছেন, তখন বিশ্ব ক্রিকেটে প্রতিষ্ঠিত তারকা যুবরাজ। এর আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন তিনি। তবে যুবরাজ বর্তমানে ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন কোহলি। তবে যতোটা সময় তার সঙ্গে খেলেছেন কোহলিকে খুব কাছ থেকেই দেখেছেন যুবরাজ।

তবে তরুণ সেই কোহলি এখন অনেক বদলে গেছেন জানিয়ে বলেন, 'তরুণ বিরাট কোহলির নাম ছিল চিকু। আজকের চিকুকে বলা হয় বিরাট কোহলি অনেক পার্থক্য আছে।'

দুইজনের মধ্যেই অনেক কিছু সাধারণ ছিল। উভয়ই ভারতের উত্তরাঞ্চল থেকে এসেছেন - যুবরাজ পাঞ্জাব থেকে আর কোহলি দিল্লি থেকে। উভয়েরই অল্প বয়সেই নিজেদের প্রতিভার জানান দিয়েছেন। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এসেছেন তারা। জাতীয় দলে মেলে ধরতে যুবরাজের মতো বেশি সময় নেননি কোহলিও।

অনুশীলনে ফুটবল খেলার স্মৃতি তুলে ধরে মজা করে বলেন,, 'সে মনে করে সে খুব ভালো ফুটবলার, কিন্তু আমার আরও বেশি দক্ষতা ছিল। সে যুবক ছিল, মাঠে দৌড়ে বেড়াত। সে মনে করে সে ক্রিস্তিয়ানো রোনালদো কিন্তু সে তা না। তবে ক্রিকেটে অবশ্যই। ফিটনেসের ব্যাপারে, এটা (তাদের মানসিকতার) মিলে যায় এবং খেলার দিকে মনোযোগ দেওয়াতেও।'

Comments