আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

সরকারি হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করল আইসিসি

শুক্রবার আইসিসির বোর্ড সভায় শ্রীলঙ্কা ক্রিকেটকে সাময়িক নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে।

সরকারি হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করল আইসিসি

শুক্রবার আইসিসির বোর্ড সভায় শ্রীলঙ্কা ক্রিকেটকে সাময়িক নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে।

বিশ্বকাপ ব্যর্থতায় দায়িত্বে থাকা ক্রিকেট বোর্ডের সবাইকে বরখাস্ত করেছিলেন শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী। অর্জুনা রানাতুঙ্গাকে দেওয়া হয়েছিল অন্তর্বর্তী চেয়ারম্যানের দায়িত্ব। সরকারি এমন হস্তক্ষেপের কারণ আইসিসির সাময়িক নিষেধাজ্ঞা পেল দেশটির ক্রিকেট।

শুক্রবার আইসিসির বোর্ড সভায় শ্রীলঙ্কা ক্রিকেটকে সাময়িক নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে। সমাধান না হওয়া পর্যন্ত লঙ্কান ক্রিকেট বোর্ডের কোন কার্যক্রম অনুমোদন করবে না আইসিসি। 

 

গত সোমবার  শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী রোশান রামানসিংহে বিশ্বকাপ ব্যর্থতায় পুরো ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করেন।  এক বিবৃতিতে ১৯৯৬ বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কান অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে অন্তর্বর্তী চেয়ারম্যান করার কথাও জানান রামানসিংহে।  সাত সদস্যের নতুন প্যানেলে যুক্ত করা হয় সাবেক প্রধান বিচারপতি ও সাবেক এক বোর্ড সভাপতিকেও।

তবে দেশটির আদালতে অন্তর্বর্তী কমিটির সিদ্ধান্ত আবার স্থগিত হয়ে যায়, তৈরি হয় অচলাবস্থা। সরকারি হস্তক্ষেপের প্রভাব ক্রিকেট বোর্ডে পড়ায় এবার কঠোর হলো আইসিসি। আইসিসির নিয়ম অনুযায়ী নির্বাচিত কোন ক্রিকেট বোর্ডকে সরকারি হস্তক্ষেপ করা যায় না। 

Comments