বাউফল থানা হাজতে আসামির আত্মহত্যার চেষ্টা, সিসি ক্যামেরায় দেখে উদ্ধার

বাউফল থানা। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল থানা হাজতের কম্বল ছিঁড়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক আসামি।

সিসি ক্যামেরায় বিষয়টি দেখে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করেছে।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আসামি রাকিব সিকদার (২০) বাউফল পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাহাবুদ্দিন সিকদারের ছেলে।

পুলিশ জানায়, পৌর শহরের চন্দ্রপাড়া সড়কের বাসিন্দা এনামুল হকের বাড়িতে চুরির অভিযোগে বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে রাকিবকে আটক করে থানায় আনা হয়। পরে তাকে থানা হাজতে রাখা হয়।

ডিউটিরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহীন হাওলাদার জানান, রাত ৯টার দিকে তিনি সিসি ক্যামেরায় দেখতে পান রাকিব কম্বল ছিঁড়ে হাজতের গ্রিলে ফাঁস দেওয়ার চেষ্টা করছে। তাৎক্ষণিক অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে দরজা খুলে তাকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে রাকিব বলেন, 'আমাকে যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সেই অপরাধ আমি করিনি। আমাকে ডেকে নিয়ে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে এলাকার কয়েকজন। আমি এই মিথ্যা অপবাদ সহ্য করতে পারছিলাম না, তাই আত্মহত্যার চেষ্টা করেছি।'

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, 'চুরির অভিযোগে আটক রাকিবকে আজ শুক্রবার আদালতে পাঠানোর কথা ছিল। আত্মহত্যার চেষ্টার পর তাকে ডিউটি অফিসারের কক্ষে রাখা হয়েছে।'
 

Comments

The Daily Star  | English
LDC graduation

Graduation or deferral: Is Bangladesh ready for the post-LDC era?

It now needs to be decided whether Bangladesh should actively pursue a deferral of LDC graduation.

5h ago