টি-টোয়েন্টিতে মোস্তাফিজের উইকেটের 'সেঞ্চুরি'

৯৭ উইকেট নিয়ে শুরু করেছিলেন এ সিরিজ। আগের দুই ম্যাচে উইকেট পেয়েছেন ১টি করে।
ছবি: ফিরোজ আহমেদ

ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন ডেভিড মালান। ইংলিশ অধিনায়ক জশ বাটলারের সঙ্গে জুটি বেঁধে মাথাব্যথার বড় কারণ হয়ে উঠছিলেন টাইগারদের। তবে অবশেষে তাকে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। একই সঙ্গে পূরণ করেছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের শততম উইকেট।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে একশ উইকেট পূরণ করেন মোস্তফিজ। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এ মাইলফলক পূরণ করেন। এর আগে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে এ সংস্করণে উইকেটের শতক পূরণ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

তবে এক দিক থেকে এগিয়ে আছেন মোস্তাফিজ। সাকিব একশ উইকেট নিয়েছিলেন ৮৪ ম্যাচে। সেখানে মোস্তাফিজ নিলেন ৮১ ম্যাচে। সময়ের হিসেবে তো ঢের এগিয়ে। অভিষেকের পর ১০০ উইকেট নিতে ১৪ বছর ২৫৪ দিন লেগেছিল সাকিবের। সেখানে ৭ বছর ৩২৩ দিনে এ কীর্তি গড়েন কাটার মাস্টার।

সবমিলিয়ে টি-টোয়েন্টিতে একশ উইকেট নেওয়ায় এটা চতুর্থ দ্রুততম বোলার মোস্তাফিজ। সবচেয়ে দ্রুত একশ উইকেট নিয়েছেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। মাত্র ৫৩ ম্যাচে উইকেটের শতক পূরণ করেন তিনি। শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা একশ উইকেট নেন ৭৬ ম্যাচে। ৭৮ ম্যাচে একশ উইকেট পান নিউজিল্যান্ডের ইশ সোধি।

৯৭ উইকেট নিয়ে শুরু করেছিলেন এ সিরিজ। আগের দুই ম্যাচে উইকেট পেয়েছেন ১টি করে। এদিন ম্যাচের ১৪তম ওভারে নিজেদের তৃতীয় ওভার বোলিং করতে এসে প্রথম বলেই মালানকে তুলে নেন মোস্তাফিজ। তার বলে জায়গায় দাঁড়িয়ে খোঁচা মারতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন মালান।

Comments

The Daily Star  | English

Anontex Loans: Trouble deepens for Janata as BB digs up scams

Bangladesh Bank has ordered Janata Bank to cancel the Tk 3,359 crore interest waiver facility the lender had allowed to AnonTex Group, after an audit found forgeries and scams involving the loans.

1h ago