প্যারিস অলিম্পিক

ফেলপসের ২৪ বছরের রেকর্ড ভেঙে মারশঁর চতুর্থ স্বর্ণ

২০০ মিটার ব্যক্তিগত মেডলিতে সর্বকালের সেরা টাইমিংয়ের তালিকায় এখন লকটির পরেই মারশঁর অবস্থান।
ছবি: এএফপি

দুর্দান্ত ছন্দে থাকা সাঁতারু লিওঁ মারশঁ ছুটে চলেছেন অপ্রতিরোধ্য গতিতে। প্যারিস অলিম্পিকের আয়োজক ফ্রান্সের সবচেয়ে বড় তারকা তুলে নিয়েছেন নিজের চতুর্থ স্বর্ণ পদক। সেই পথে কিংবদন্তি মাইকেল ফেলপসের গড়া ২৪ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন তিনি।

শুক্রবার রাতে পুলে আলোড়ন তুলে ছেলেদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতে ১ মিনিট ৫৪.০৬ সেকেন্ড টাইমিং করেন মারশঁ। ইভেন্ট চলাকালীন ২২ বছর বয়সী তারকাকে প্রবল গর্জনে সমর্থন দিয়ে যান স্বাগতিক দেশের ভক্ত-সমর্থকরা।

অলিম্পিকের একটি নির্দিষ্ট আসরে চারটি সোনা জেতা ফ্রান্সের প্রথম অ্যাথলেট মারশঁ। অনন্য অর্জনের পর উযাদপনের সময় ডান হাতের চার আঙুল উঁচিয়ে ধরেন তিনি। তাকে 'নতুন ফেলপস' হিসেবে বিবেচনা করা হয়। ফেলপস নিজেও এতে দ্বিমত করেননি।

সোনা জেতার পাশাপাশি মারশঁ গড়েছেন নতুন অলিম্পিক রেকর্ড। তার পেছনে পড়ে গেছেন সর্বকালের সেরা সাঁতারু খ্যাত ফেলপস। যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ১ মিনিট ৫৪.২৩ সেকেন্ড টাইমিং করেছিলেন।

বিশ্বরেকর্ড গড়ারও খুব কাছে পৌঁছে গিয়েছিলেন মারশঁ। থেমেছেন মাত্র ০.০৬ সেকেন্ড দূরে। ছেলেদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলির রেকর্ড যুক্তরাষ্ট্রের রায়ান লকটির দখলে। তিনি ২০১১ সালে ১ মিনিট ৫৪ সেকেন্ড সময় নিয়েছিলেন। সর্বকালের সেরা টাইমিংয়ের তালিকায় এখন লকটির পরেই মারশঁর অবস্থান।

এই ইভেন্টে ১ মিনিট ৫৫.৩১ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন গ্রেট ব্রিটেনের ডানকান স্কট। আর চীনের ওয়াং শান ব্রোঞ্জ জিতেছেন ১ মিনিট ৫৬ সেকেন্ড টাইমিং করে।

মারশঁ এবারের অলিম্পিক শুরু করেন ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে সোনা জিতে। এরপর ২০০ মিটার বাটারফ্লাই ও ব্রেস্টস্ট্রোকে সোনা জেতেন তিনি। এবার ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতে সেরা হওয়ার পর শনিবার আরেকটি সোনার জন্য ৪x১০০ মিটার মেডলি রিলেতে সতীর্থদের সঙ্গে পুলে নামবেন তিনি।

Comments

The Daily Star  | English

Former public admin minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

29m ago