প্রাথমিক হিটই বাদ ইমরানুর, বিদায় ব্যর্থ সোনিয়ারও

বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ১০০ মিটার স্প্রিন্টের মূল হিটেই যেতে পারেননি। প্রাথমিক হিটে ৮ জনের মধ্যে ৬ষ্ঠ হয়ে বাদ পড়েছেন তিনি। একই পরিণতি সাঁতারু সোনিয়া খাতুনের।
Imranur and Sonia

বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ১০০ মিটার স্প্রিন্টের মূল হিটেই যেতে পারেননি। প্রাথমিক হিটে ৮ জনের মধ্যে ৬ষ্ঠ হয়ে বাদ পড়েছেন তিনি। একই পরিণতি সাঁতারু সোনিয়া খাতুনের। ৫০ মিটার ফ্রি স্টাইল হিটে বাদ তিনিও।

৩১ বছর বয়েসী বাংলাদেশি স্প্রিন্টার ১০.৭৩ সেকেন্ড সময় নেন দৌড় শেষ করতে। এটা তার ব্যক্তিগত রেকর্ড ১০.১১ সেকেন্ডের চেয়ে ০.৬২ সেকেন্ড বেশি। ৪৫ প্রতিযোগীর মধ্যে ইমরানুর হয়েছেন ২৫তম।

ব্রিটেন প্রবাসী বাংলাদেশি এই দৌড়বিদ শুরুটা ভালো করেছিলেন। কিন্তু স্টাটে দ্য ফ্রান্সের ট্র্যাক এন্ড ফিল্ডে ৫০ মিটারের পরই খেই হারিয়ে ফেলেন তিনি।  নিজের সেরা পারফরম্যান্স দেখাতে পারলে পরের রাউন্ডে যেতে পারতেন ইমরানুর। কারণ দৌড় শুরুর আগে প্রিলিমিনারি রাউন্ডের ৬ নম্বর হিটে বাকি প্রতিযোগীদের মধ্যে সেরা টাইমিংয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থান ছিলো তার।

শনিবার প্রায় কাছাকাছি সময়ে নেমেছিলেন বাংলাদেশের আরেক অলিম্পিয়ান সোনিয়া। ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টের তিন নম্বর হিটে নামেন তিনি। তাতে ৮ জনের মধ্যে সোনিয়া হন ৬ষ্ঠ। সাঁতার শেষ করেন ৩০.৫২ সেকেন্ড সময় নিয়ে। গত বছর এশিয়ান গেমসে ৩০.১১ সেকেন্ড সময় নিয়ে এরচেয়ে দ্রুত শেষ করেছিলেন।

এবার বিবর্ণ পারফরম্যান্সে ৭৯ জনের মধ্যে সোনিয়া হয়েছেন ৬৪তম। তাদের ব্যর্থতায় শেষ হলো বাংলাদেশের অলিম্পিক অভিযান।

এর আগে এবার বাংলাদেশের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করেন আর্চার সাগর ইসলাম, সাঁতারু সামিউল ইসলাম রাফি, শ্যুটার রবিউল ইসলাম। কেউই বড় মঞ্চে লড়াইয়ের আভাস তৈরি করতে পারেননি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago