কোকেইন কেনার অভিযোগে গ্রেপ্তার অস্ট্রেলিয়ার হকি খেলোয়াড়

প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া অস্ট্রেলিয়ার এক হকি খেলোয়াড় কোকেইন কিনেছেন বলে অভিযোগ উঠেছে। টম ক্রেইগ নামের এই খেলোয়াড়কে এই অভিযোগে গ্রেপ্তারও করা হয়। পরে অবশ্য ক্ষমা চেয়ে মুক্তি হয়েছেন তিনি।

প্যারিসের প্রশাসনিক কর্মকর্তার বরাতে জানা যায় মঙ্গলবার রাতে ওই খেলোয়াড়কে গ্রেপ্তার করা হয়, বুধবার অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটি তাদের একজন খেলোয়াড় গ্রেপ্তারের কথা জানালেও তিনি অভিযুক্ত নন বলে জানায়।

গ্রেইগের এটি দ্বিতীয় অলিম্পিক। টোকিও অলিম্পিকসে অস্ট্রেলিয়ার রূপা জয়ী দলের সদস্য ছিলেন তিনি। এবার অস্ট্রেলিয়া অবশ্য পদক পাচ্ছে না হকিতে। নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২-০ গোলে হারে তারা।

Comments

The Daily Star  | English

Iran's Khamenei rejects Trump's call for unconditional surrender

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

19h ago