প্যারিস অলিম্পিক

বাস্কেটবলে টানা পঞ্চম সোনা জিতল যুক্তরাষ্ট্র

অলিম্পিক গেমসে পুরুষদের বাস্কেটবল মানেই যেন যুক্তরাষ্ট্রের সোনা। প্যারিসেও আমেরিকানদের গলায়ই উঠেছে স্বর্ণ পদক। ফাইনালে ফ্রান্সকে হারিয়েছে তারা ৯৮-৮৭ পয়েন্টে। এ নিয়ে টানা পাঁচ অলিম্পিকে সোনা জিতল যুক্তরাষ্ট্রের পুরুষ বাস্কেটবল দল।

পুরুষদের বাস্কেটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব আরও উঁচুতে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্যারিসে জেতা তাদের সোনা অলিম্পিকে ১৭তম। এই ইভেন্টে দ্বিতীয় সর্বোচ্চ স্বর্ণ পদক পেয়েছে সোভিয়েত ইউনিয়ন। সংখ্যাটা যদিও মাত্র ২।

লেব্রন জেমস, কেভিন ডুরান্ট, স্টিফেন কারির মতো তারকাদের নিয়ে গড়া বর্তমান যুক্তরাষ্ট্র দল। এনবিএ অলস্টারসের ১১ জন খেলোয়াড় তাদের দলে। শনিবার ঘরের মাঠের ফাইনালে তবুও ফ্রান্স লড়ে গিয়েছে। ম্যাচের শেষদিকে কয়েকটি থ্রি-পয়েন্টার এনে দিয়ে পার্থক্য গড়ে দেন কারি।

কিংবদন্তি কারি ফাইনালে ২৪ পয়েন্ট স্কোর করে অলিম্পিক সোনা জয়ের স্বাদ পেয়েছেন প্রথমবার। সর্বকালের সেরাদের একজন জেমস তার অর্জনের ঝুলি আরও সমৃদ্ধ করেছেন তৃতীয় সোনা জিতে। আর ডুরান্টের গলায় চতুর্থবারের মতো উঠেছে স্বর্ণ পদক। পুরুষদের বাস্কেটবলে প্রথম খেলোয়াড় হিসেবে চারটি সোনা জিতলেন তিনি।

বের্সি অ্যারেনায় রৌপ্য পদকেই সন্তুষ্ট থাকতে হয়েছে ফ্রান্সকে। গত টোকিও অলিম্পিকেও যুক্তরাষ্ট্রের কাছে হেরে ফ্রেঞ্চদের গলায় উঠেছিল রুপা। প্যারিসে এবার ব্রোঞ্জ জিতেছে সার্বিয়া।

পুরুষদের বাস্কেটবলে ২০০৮ সাল থেকেই আমেরিকানদের সোনার যাত্রা শুরু। বেইজিং অলিম্পিকের পর লন্ডনেও রুপা পায় স্পেন। এরপর রিও অলিম্পিকে সোনার আক্ষেপে পুড়েন সার্বিয়ানরা। গত দুই অলিম্পিকে যে আক্ষেপ সঙ্গী ফ্রান্সের।

Comments

The Daily Star  | English

Bangladesh races to expand air cargo capacity

In a first move to address the shortfall, Sylhet's Osmani International Airport is set to launch dedicated cargo operations today

7h ago