টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশের সূচি

শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের লড়াই। অস্ট্রেলিয়ায় চলমান আসরের সুপার টুয়েলভে উঠল চারটি দল।
Bangladesh cricket team

শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের লড়াই। অস্ট্রেলিয়ায় চলমান আসরের সুপার টুয়েলভে উঠল চারটি দল। আগে থেকেই সেখানে জায়গা করে নেওয়া আটটি দলের সঙ্গী হলো তারা। প্রাথমিক পর্বের বাধা পেরিয়ে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে পড়ল বাংলাদেশের গ্রুপে।

বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশের গ্রুপে আগে থেকেই ছিল পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রথম রাউন্ডের 'এ' গ্রুপ রানার্সআপ নেদারল্যান্ডস ও 'বি' গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে তাদের সঙ্গে খেলবে। অন্যদিকে, 'এ' গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও 'বি' গ্রুপ রানার্সআপ আয়ারল্যান্ড জায়গা পেয়েছে সুপার টুয়েলভের এক নম্বর গ্রুপে। সেখানে আগে থেকেই রয়েছে শিরোপাধারী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও আফগানিস্তান।

আগামী ২৪ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। হোবার্টে খেলা মাঠে গড়াবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। টাইগারদের দুই জয়ের বিপরীতে ডাচদের জয় একটিতে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশের সূচি (বাংলাদেশ সময় অনুসারে):

তারিখ ম্যাচ সময় ভেন্যু
২৪ অক্টোবর বাংলাদেশ-নেদারল্যান্ডস সকাল ১০টা হোবার্ট
২৭ অক্টোবর বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সকাল ৯টা সিডনি
৩০ অক্টোবর বাংলাদেশ-জিম্বাবুয়ে সকাল ৯টা ব্রিসবেন
২ নভেম্বর বাংলাদেশ-ভারত দুপুর ২টা অ্যাডিলেড
৬ নভেম্বর বাংলাদেশ-পাকিস্তান সকাল ১০টা অ্যাডিলেড

 

Comments

The Daily Star  | English

Don’t stop till the dream comes true

Chief Adviser Prof Muhammad Yunus yesterday urged key organisers of the student-led mass uprising to continue their efforts to make students’ and the people’s dream of a new Bangladesh come true.

32m ago