নেদারল্যান্ডসকে পাওয়ার স্বস্তির কথা মিডিয়ার তৈরি, বললেন সাকিব

বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষে হতে পারত শ্রীলঙ্কা। প্রথম রাউন্ডে এক ম্যাচ হেরে সেই সমীকরণেই পড়েছিল তারা। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের গ্রুপে এসেছে নেদারল্যান্ডস। আইসিসি সহযোগি সদস্য দেশটি প্রতিপক্ষ হিসেবে অপেক্ষাকৃত সহজই হওয়ার কথা। তবে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলছেন, নেদারল্যান্ডসকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ার স্বস্তির কথা মূলত গণমাধ্যমের তৈরি। তাদের জন্য সব প্রতিপক্ষকই সমান।
সোমবার হোবার্টের বেলেরিভ ওভালে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। নামিবিয়াকে টপকে নিজেদের গ্রুপে দ্বিতীয় সেরা হয়ে সুপার টুয়েলভে আসা ডাচরাই বাংলাদেশের প্রথম বাধা। এই ম্যাচকে আর পাঁচটা ম্যাচের মতই দেখছে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে সাকিব জানান, শ্রীলঙ্কাকে শুরুতে পেলেও চিন্তার জগত একই থাকত তাদের, 'দেখুন এখানে বিশ্বকাপে আমাদের যে পাঁচটা ম্যাচ আছে। এই পাঁচটা ম্যাচের প্রস্তুতি নিয়ে এসেছি। এখানে যার সঙ্গেই খেলি প্রস্তুতি একই থাকবে। এবং সেটাই থাকা উচিত। সেটা নেদারল্যান্ড, বা দক্ষিণ আফ্রিকা বা ইন্ডিয়া বা পাকিস্তান অথবা জিম্বাবুয়ের সঙ্গে একই থাকবে। প্রস্তুতিতে বদলও আসবে না। চিন্তাতেও কোন পরিবর্তন আসবে না। তারা কিন্তু কোয়ালিফাই করেই এসেছে। প্রত্যাশিত দল হিসেবেই এসেছে। এই পারসেপশনটা হয়ত আপনারাই তৈরি করেছেন যে নেদারল্যান্ডস আসাতে বাংলাদেশ দল স্বস্তি বোধ করছে।'
সাকিব জানান যে দলই সামনে আসত একই মাত্রার প্রস্তুতি নিয়ে নামতে চাইতেন তারা, 'আমাদের দলের যে ধরণের চিন্তা ভাবনা আমরা কখনই এভাবে প্রস্তুতি নেই না। এবং আমার মনেও হয় না পৃথিবীর কোন দল এভাবে চিন্তাও করে। কে আসলে ভালো কে আসলে খারাপ। সব সময় চেষ্টা করে দলকে জেতানোর জন্য। আমাদের দলের ভেতর ওরকম কোন ফিলিংস নাই। সেটা যদি শ্রীলঙ্কা আসত, সেটা যদি ওয়েস্ট ইন্ডিজ আসত তাহলেও আমরা যে প্রস্তুতি নিতাম আমরা অন্যান্য যে দলের সঙ্গে খেলব একই প্রস্তুতি নিব। যেটা আপনি বললেন স্বস্তি কিনা, দেশে ওরকম ইয়ে চলছে। এটা অবশ্যই মিডিয়ার তৈরি করা।'
Comments