ব্যর্থতার দায় নিয়ে সিমন্সের পদত্যাগ

ব্যর্থতার দায় নিয়ে সবার কাছে দুঃখপ্রকাশ করে পদত্যাগ করেছেন প্রধান কোচ ফিল সিমন্স।
Phil Simmons

টি-টোয়েন্টিতে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল হয়েও মূল পর্বের আগেই বিদায় নেওয়ার ধাক্কা লেগেছে ওয়েস্ট ইন্ডিজের ম্যানেজমেন্টে। ব্যর্থতার দায় নিয়ে সবার কাছে দুঃখপ্রকাশ করে পদত্যাগ করেছেন প্রধান কোচ ফিল সিমন্স।

সিমন্সের পদত্যাগপত্র অবশ্য এখনি কার্যকর হচ্ছে না। বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। নভেম্বর-ডিসেম্বরে এই দুই টেস্টের সিরিজের পর পথচলার ইতি টানবেন দলটির সাবেক ক্রিকেটার সিমন্স।

বিবৃতিতে এই কোচ পদত্যাগ করে ভক্ত-অনুসারীদের কাছে ক্ষমাও চেয়েছেন,  'শুধু দল কষ্ট পায়নি,আমরা যেসব গর্বিত জাতিকে প্রতিনিধিত্ব করি সবাই কষ্ট পেয়েছে। এটা ছিল চরম হতাশার। আমরা যথেষ্ট ভাল খেলতে পারিনি। এখন বিশ্বকাপের খেলা দেখা ছাড়া আমাদের কোন কাজ নেই। আমি ভক্ত ও অনুসারীদের কাছে ক্ষমা চাইছি।'

তবে এই সিদ্ধান্ত নিতে আচমকাই নিয়ে নেননি বলেও জানিয়েছেন সিমন্স,  'ব্যক্তিগতভাবে এটা হুট করে নেওয়া সিদ্ধান্ত নয়। আমি কিছু দিন ধরেই এমনটা ভাবছিলাম। এখন জানিয়ে দিলাম যে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের পর আমি আর থাকছি না। আশা করছি এখন টেস্ট সিরিজের দিকে সবটা মনোযোগ দিয়ে শেষ করব। অবশ্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সভাপতি ব্যর্থতার কারণ খতিয়ে দেখবেন। আমাদের বিশ্বকাপ ব্যর্থতার প্রয়োজনীয় পর্যবেক্ষণ দরকার।'

২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে প্রধান কোচ ছিলেন সিমন্স। তার অধীনে দলটি পার করে কুড়ি ওভারে স্বর্ণ সময়। বিদায় বেলায় তিনি ম্যানেজমেন্টের প্রতি রাখলেন না কোন খেদ,  'ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হিসেবে অনন্য চ্যালেঞ্জ আমি উপভোগ করেছি। ম্যানেজমেন্ট আমাকে যথেষ্ট সমর্থন করেছে।'

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি রিকি স্কেরিট এক বিবৃতিতে সিমন্সের প্রতি জানিয়েছেন শুভকামনা, , 'ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে ফিলকে ধন্যবাদ তার নিবেদনের জন্য। প্রধান কোচ হিসেবে সে যথেষ্ট নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। দলে পালাবদলের সময়টায় সে তার অভিজ্ঞতা দিয়ে যথেষ্ট থিতু অবস্থা নিয়ে এসেছিল। তার আগামীর পথচলায় শুভকামনা।'

র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকার এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে নাম ছিল না ওয়েস্ট ইন্ডিজের। বাছাইয়ের আদলে প্রথম পর্বে তারা শুরুতেই হেরে যায় স্কটল্যান্ডের কাছে। বাঁচা-মরার ম্যাচে হারে আয়ারল্যান্ডের কাছে। তাদের গ্রুপ থেকে মূল পর্ব নিশ্চিত করে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। মাথা নিচু করে যাত্রা থামাতে হয় নিকোলাস পুরানদের। 

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago