টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে মিরাজ  

Bangladesh cricket team

দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। টস জিতলে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন বলে জানান সাকিব আল হাসানও। 

তবে টস হারলেও বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টির আভাস থাকায় রান তাড়ায়ও কোন সমস্যা দেখছেন না বাংলাদেশ অধিনায়ক। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে একাদশে একটি বদল এনেছে বাংলাদেশ। ব্যাটার ইয়াসির আলি রাব্বিকে বসিয়ে খেলানো হচ্ছে অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। 

অস্ট্রেলিয়ার অন্য ভেন্যু থেকে সিডনির মাঠ কিছুটা স্পিন বান্ধব। সেকারণে একাদশে নিয়ে আসা হয়েছে মিরাজকে। প্রোটিয়াদের একাদশে তিনজন বাঁহাতি ব্যাটারের কথাও ম্যাচআপের ক্ষেত্রে রাখা হয়েছে মাথায়। 

দক্ষিণ আফ্রিকাও দুজন বিশেষজ্ঞ স্পিনার খেলাচ্ছে এই ম্যাচে। আছেন চায়নাম্যান তাবরাইজ শামসি ও বাঁহাতি প্রথাগত স্পিনার কেশব মহারাজ। পেস আক্রমণে আছেন আনরিক নরকিয়া, কাগিসো রাবাদা আর ওয়েইন পারনেল।

গত সোমবার টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ রানে হারায় বাংলাদেশ। দিনের অন্য ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বিশাল জয়ের কাছ থেকে বৃষ্টিতে পয়েন্ট হারানোর হতাশায় পোড়ে দক্ষিণ আফ্রিকা। 
বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন,  মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান,  তাসকিন আহমেদ, হাসান মাহমুদ,  মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টেন ডি কক, টেম্বা বাভুমা, রাইলি রুশো, এইডেন মার্কাম, ট্রিস্টান স্টাবস, ওয়েইন পারনেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিক নরকিয়া, তাবরাইজ শামসি। 

Comments

The Daily Star  | English

Inside the food baskets of Bangladesh

Modern farming practices reshape Bangladesh's traditional farmlands

13h ago