বাবর বাজে অধিনায়ক: শোয়েব আক্তার

টানা দুটি ম্যাচে নানা নাটকীয়তার পর হার। তাতে সেমি-ফাইনালের সমীকরণ বেশ কঠিন করে ফেলেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে হারের দায় ভাগ্যকে দিতে পারলেও জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর কোনো অজুহাতই যে নেই তাদের। এমন হারের পর তীব্র সমালোচনা চলছে চারদিকে। সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আক্তার তো অধিনায়ক বাবর আজমের নেতৃত্বকেই কাঠগড়ায় তুলছেন।

টানা দুটি ম্যাচে নানা নাটকীয়তার পর হার। তাতে সেমি-ফাইনালের সমীকরণ বেশ কঠিন করে ফেলেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে হারের দায় ভাগ্যকে দিতে পারলেও জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর কোনো অজুহাতই যে নেই তাদের। এমন হারের পর তীব্র সমালোচনা চলছে চারদিকে। সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আক্তার তো অধিনায়ক বাবর আজমের নেতৃত্বকেই কাঠগড়ায় তুলছেন।

রোমাঞ্চকর এক ম্যাচে আগের দিন পাকিস্তানকে ১ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। অথচ লক্ষ্যটা খুব বেশি ছিল না তাদের। জিম্বাবুয়ের দেওয়া ১৩০ রানের লক্ষ্যে তাদের থামতে হয়েছে ১ রান দূরে। টপ অর্ডার ব্যর্থ। ব্যর্থ মিডল অর্ডারও। শেষ দিকে মোহাম্মদ নাওয়াজ ও মোহাম্মদ ওয়াসিমের ৩৪ রানের জুটি না হলে ব্যবধানটা হয়তো বড়ই হতে পারতো। তাতে কাগজে কলমে টিকে থাকলেও আসলে বিশ্বকাপ থেকে এক প্রকার ছিটকে গেছে দলটি।

আর দলের এমন পরিস্থিতিতে বাবরদের তীব্র সমালোচনা করেছেন শোয়েব, 'আমি বুঝতে পারছি না কেন এটা বোঝা এত কঠিন আপনাদের জন্য। এটা আমি আগেও বলেছি, আবারও বলছি আমাদের যে টপ এবং মিডল অর্ডার দিয়ে আমরা বড় সাফল্য পেতে পারি। তবে আমরা ধারাবাহিকভাবে জিততে পারছি না। পাকিস্তানের একজন বাজে অধিনায়ক আছে। বিশ্বকাপ থেকে ছিটকে গেছে পাকিস্তান। আমরা যে তিনটি ম্যাচে হেরেছি, নাওয়াজ শেষ ওভারটি করেছে।'

শুধু অধিনায়ক বাবরের নয়, পুরো ম্যানেজমেন্টে ত্রুটি দেখছেন এ সাবেক পেসার, 'ওয়ান ডাউনে ব্যাট করতে হবে বাবরকে। শাহীন শাহ আফ্রিদির ফিটনেসের বড় সমস্যা রয়ে গেছে। অধিনায়কত্বের বড় ত্রুটি এবং ম্যানেজমেন্টেও বড় ত্রুটি। আমরা আপনাদের সমর্থন করব, কিন্তু আপনি কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলছেন? আপনি এমনিভাবে একটি টুর্নামেন্টে যেতে পারেন না এবং আশা করতে পারেন যে প্রতিপক্ষ আপনাকে জিততে দেবে।'

আগামী রোববার সুপার টুয়েলভে নিজেদের পরবর্তী ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে পাকিস্তান। আর একটি হারেই বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে তাদের।

Comments

The Daily Star  | English

Egg supplies take a hit

Wholesalers in Tejgaon, Ctg’s Pahartali halt selling

3h ago