বাংলাদেশকে হারাতে সেরা ক্রিকেট খেলতে চান আরভিন

Craig Ervine

সাম্প্রতিক সময়টা দারুণ কাটছে সিকান্দার রাজা, ব্র্যাড ইভান্সদের জিম্বাবুয়ের। সুপার টুয়েলভে রোমাঞ্চকর ম্যাচে তারা হারিয়ে দেয় শক্তিশালী পাকিস্তানকে। এমন বড় জয়ের পরও অবশ্য মাটিতে পা রাখছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। বললেন, বাংলাদেশের বিপক্ষে জিততে হলে নিজেদের নিংড়ে দিতে হবে তাদের।

রোববার দুই নম্বর গ্রুপের খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ব্রিসবেনের গ্যাবায় বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারালেও দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। ফলে এই মুহূর্তে কিছুটা ব্যাকফুটে সাকিব আল হাসানের দল। অন্যদিকে, প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাবার পর পাকিস্তানের বিপক্ষে এক রানের অবিশ্বাস্য জয়ে আত্মবিশ্বাসে টইটুম্বুর সিকান্দার রাজারা।

নেদারল্যান্ডসের বিপক্ষে জয় বাদ দিলে সাম্প্রতিক সময়ে বিশ ওভারে তেমন একটা সাফল্য নেই লাল সবুজের প্রতিনিধিদের। ২০২২ সালে ১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে কেবল পাঁচটিতে জয় পেয়েছে বাংলাদেশ। সেগুলোও আফগানিস্তান, জিম্বাবুয়ে, সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডসের বিপক্ষে। চলতি বছরই জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ হেরে এসেছে টাইগাররা। তবে আরভিন মনে করছেন বাংলাদেশকে হারাতে হলে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে তাদের।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমি মনে করি সব খেলায়ই আমাদের দারুণ সুযোগ রয়েছে। আর টি-টোয়েন্টি এমনই একটা খেলা যদি আপনার দুইজন খেলোয়াড়ও নির্দিষ্ট দিনে ভালো করে আপনি যেকোন দলকে হারাতে পারবেন। আমরা জানি বাংলাদেশ মানসম্মত দল। তাই আগামীকাল (রোববার) অবশ্যই আমাদের সেরা খেলাটা খেলতে হবে।'

বাংলাদেশের বিপক্ষে নিজেদের পরিকল্পনা নিয়ে আরভিন বলেন, 'দেখুন, সেমির সম্ভাবনা জিইয়ে রাখতে অবশ্যই পাকিস্তানের বিপক্ষে জয় আমাদের জন্য বিশাল কিছু ছিল। কিন্তু আমরা জানি গতকাল সারাদিনই ভ্রমণে কেটেছে, আজ অনুশীলন করেছি,  কাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ। ফলে খুবই দ্রুত ঘটছে এটা (ম্যাচ)। শেষ রাতের জয়ের ওপরও আমরা খুব একটা বাজি ধরতে পারছি না। আমাদের পরের খেলায় মনোযোগ দিতে হবে এবং বাংলাদেশও ভালো দল।'

Comments

The Daily Star  | English

Iran says it will not violate ceasefire deal unless Israel does

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago