আমি অনেক চাপে ছিলাম বললে ভুল হবে: শান্ত 

জিম্বাবুয়ের বিপক্ষে ব্রিসবেনে বাংলাদেশের দেড়শোর রানের পুঁজির পাওয়ার কারিগর শান্ত। দলের ১৫০ রানের মধ্যে তিনি করেছেন ৭১ রান।  বলও খেলেছেন ৫৫টি।  ইনিংসে ৭ চারের সঙ্গে মেরেছেন ১ ছক্কা।
najmul hossain shanto

বিশ্বকাপ দলে নাজমুল হোসেন শান্তর অন্তর্ভুক্তি নিয়ে উঠে অনেক প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর ব্যাট হাতেও খুব একটা দিতে পারছিলেন না তিনি। এমন অবস্থায় তীব্র সমালোচনার আঁচ টের পাওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু শান্ত বলছেন কোন রকম চাপে ছিলেন না তিনি। কোচ, অধিনায়ক তাকে রেখেছিলেন আগলে। 

জিম্বাবুয়ের বিপক্ষে ব্রিসবেনে বাংলাদেশের দেড়শোর রানের পুঁজির পাওয়ার কারিগর শান্ত। দলের ১৫০ রানের মধ্যে তিনি করেছেন ৭১ রান।  বলও খেলেছেন ৫৫টি।  ইনিংসে ৭ চারের সঙ্গে মেরেছেন ১ ছক্কা।

সৌম্য সরকারের সঙ্গে ইনিংস ওপেন করতে যাওয়ার পর ভালো শুরু আসেনি। সৌম্য ফেরেন শুরুতেই। শান্ত এক প্রান্তে টিকে থাকলেও দ্রুত রান আনতে পারছিলেন না। চাপ বেড়ে যাওয়ায় রাশ শট খেলে ফেরেন লিটন দাস। থিতু হয়ে আউট হন সাকিব আল হাসানও। 

দলের চাপে হাল ধরে মাঝের ওভারে মন্থর ব্যাটিং পুষিয়ে দেন এই বাঁহাতি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে এসে শান্ত জানান টিম ম্যানেজমেন্টের ভরসার হাত পিঠে থাকায় নির্ভার ছিলেন তিনি, 'আমি অনেক চাপে ছিলাম বললে ভুল হবে। অনেক চাপে ছিলাম না, কারণ টিম ম্যানেজমেন্ট থেকে অধিনায়ক, সিনিয়র খেলোয়াড় সবাই পাশে ছিল। সবাই সমর্থন দিচ্ছিল। ওইরকম চাপে ছিলাম তা না। আর আমার ইনিংস নতুন কিছু করতে চাইনি। শুরু হচ্ছিল, লম্বা হচ্ছিল না। এটাই মাথায় ছিল যে যদি শুরু পাই যেন লম্বা করতে পারি।' 

শান্তর ইনিংসের শুরুটা নিয়ে সমালোচনা থাকবে। প্রথম ৩০ বলে তিনি করে ৩০ রান। তার মন্থর গতির প্রভাবে অন্য দিকে পড়ছিল উইকেট। পরের ২৫ বলে অবশ্য ৪১ রান তুলে পুষিয়ে দিতে পারেন। জানালেন দলের পরিকল্পনা অনুযায়ী রয়েসয়ে খেলছিলেন তিনি,  'স্ট্রাইকরেট নিয়ে চিন্তাই করিনি। বল দেখেছি, খেলেছি সেই অনুযায়ী। স্ট্রাইকরেট নিয়ে কোন ভাবনা ছিল না। দলের যে পরিকল্পনা ছিল সে অনুযায়ী খেলার চেষ্টা করেছি।'

'আসলে এটা তো দলের পরিকল্পনা। দলের পরিকল্পনা এখানে বলতে চাই না কীভাবে ব্যাট করতে চাই। পরের ম্যাচে এমন হতে পারে যে শুরুর দিকে অনেক রান করা লাগতে পারে। একেকদিন একেরকম হতে পারে। দলের পরিকল্পনা অনুযায়ী আমরা খেলার চেষ্টা করব।'

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

11m ago