ভারতের মোকাবিলা করতে অ্যাডিলেডে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে জয়ে সেমির লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে রয়েছে বাংলাদেশ। এখন সামনে কেবল ভারত ও পাকিস্তান বাধা। এর যেকোন একটি ম্যাচে টাইগাররা জয় পেলেই জমে উঠবে দুই নম্বর গ্রুপের লড়াই। রোহিত শর্মার দলের মোকাবিলা করতে এখন অ্যাডিলেডে অবস্থান করছে সাকিব আল হাসানের দল।
আগামী দুই নভেম্বর (বুধবার) ভারতের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে সাকিব বাহিনী। এর আগে সোমবার এই ম্যাচের ভেন্যু অ্যাডিলেডে এসে পৌঁছেছে লাল সবুজের প্রতিনিধিরা। ডেইলি স্টারকে ফোনে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার রাবিদ ইমাম।
তিনি বলেন, 'নিরাপদেই অ্যাডিলেডে পৌঁছেছে দল। আগামীকাল খেলোয়াড়দের সম্পূর্ণ বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। যেহেতু একদিন আগেই তারা একটি ম্যাচ খেলেছে ও আজ ব্রিসবেন থেকে অ্যাডিলেডে আসার পথে তিন ঘণ্টা বিমানে যাত্রা করেছে। আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসও ভালো নয় কারণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।'
প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় পরাজয়ে হোঁচট খায় বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের বিপক্ষে টান টান উত্তেজনার ম্যাচ স্নায়ুচাপ সামলে ঠিকই তিন রানে জিতে নেয় টাইগাররা।
ভারতের বিপক্ষে জয় পেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসবে সাকিবের দল। আর ভারত জিতে গেলে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলবে তারা। এদিকে দুই নম্বর গ্রুপে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের বিপক্ষে হেরে গেলেও নিজেদের শেষ ম্যাচে সহজ প্রতিপক্ষ নেদারল্যান্ডসকে পাবে তারা।
Comments