ভারতের বিপক্ষে চার পেসারের চিন্তা এখনও করেননি সাকিব

ছবি: এএফপি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করলেও জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তিন ম্যাচে দুই জয় নিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে রয়েছে টাইগাররা। তাদের পরবর্তী ম্যাচ অ্যাডিলেডে। সেখানকার মেঘলা কন্ডিশনে বাড়তি সুবিধা পেতে পারেন পেসাররা। তবে অধিনায়ক সাকিব আল হাসান জানালেন, চারজন ফাস্ট বোলার খেলানোর চিন্তা এখনও করেননি তিনি।

আগামীকাল বুধবার অ্যাডিলেড ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের দুই নম্বর গ্রুপের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই দলই তিন ম্যাচ খেলে হেরেছে একটি করে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তাদের পয়েন্ট সমান ৪ হলেও নেট রান রেটে এগিয়ে রয়েছে বিরাট কোহলি-রোহিত শর্মাদের ভারত। দলটির তারকাখচিত ব্যাটিং লাইনআপের মোকাবিলায় চার পেসার খেলাবেন কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি সাকিব।

মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলপতি বলেন, 'আমি আসলে এখনও চিন্তা করিনি সত্যি কথা বলতে। কোচের সাথে কথা হয়েছে। কোচ কিছু চিন্তা ভাবনা বলেছে কিংবা অন্যান্য আরও দুই-একজন বলেছে। কিন্তু আমি এখন পর্যন্ত ওভাবে কিছু চিন্তা করিনি। আমার কাছে মনে হয়, একটু অপেক্ষা করে চিন্তা করাটাই ভালো।'

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অফ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে খেলিয়েছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটে-বলে সম্পূর্ণ ব্যর্থ হয়ে সেই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেছিলেন তিনি। অন্যদিকে, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের জয় পাওয়া ম্যাচ দুটিতে খেলেছে একই দল। তাই উইনিং কম্বিনেশন ভাঙবেন কিনা তা নিয়েও ভাবনায় আছেন সাকিব।

বাঁহাতি তারকা অলরাউন্ডার বলেন, 'আসলে অনেক কিছুই মাথায় রাখতে হবে দল নির্বাচনের জন্য। আমি যেটা আগেও বলেছি, যে-ই দলই নির্বাচন করি, আমি আশাবাদী দল ভালো খেলবে। একটা জিনিস হচ্ছে, এমন একটা দল খেলেছে শেষ ম্যাচ, এই দলটা দুইটা ম্যাচ জিতেছে। (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) একটা কম্বিনেশন আমরা গড়েছি, সেইটা কাজে আসেনি। আমরা আবারও সেরকম কোনো কম্বিনেশন করব কিনা সেটা চিন্তার বিষয়।' 

সাকিবের প্রত্যাশা, শেষ পর্যন্ত যে দলই নির্বাচন করা হবে, চেষ্টার কোনো কমতি থাকবে না ক্রিকেটারদের, 'অনেক যদি ও কিন্তু, কী হবে না হবে, অনেক কিছুর প্রশ্ন আছে। এসব প্রশ্নের উত্তর বের করতে হবে। এরপর চিন্তা করে একটা সিদ্ধান্ত নিতে হবে। জরুরি নয় যে চিন্তাটা করব বা যে সিদ্ধান্তটা নেওয়া হবে সঠিক হবে, কিন্তু সেটা পুরো দল সমর্থন করবে ও সবাই মাঠে তাদের শতভাগ দেওয়ার চেষ্টা করবে।'

Comments

The Daily Star  | English

Hasnat calls for mass rally after Juma prayers demanding AL ban

The announcement came during an ongoing protest programme that began last night in front of Jamuna.

4h ago