সাকিবের রক্ষণাত্মক মনোভাবকে কাঠগড়ায় তুললেন ওয়াসিম

মাঠে নামার আগে যেকোনো দলের আত্মবিশ্বাসী হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন ওয়াসিম।
ছবি: এএফপি

সাফল্যের বিচারে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপই ক্ষুদ্রতম ফরম্যাটে বাংলাদেশের সেরা বিশ্বকাপ। সুপার টুয়েলভে এবারই প্রথম দু'টি জয় পেয়েছে টাইগাররা। তবে ভারতের বিপক্ষে ম্যাচের প্রাক্কালে অধিনায়ক সাকিব আল হাসানের রক্ষণাত্মক মনোভাবের কঠোর সমালোচনা করলেন কিংবদন্তি পাকিস্তানি পেসার ওয়াসিম আকরাম।

বুধবার অ্যাডিলেড ওভালে দুই নম্বর গ্রুপের খেলায় ভারতের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। তবে মঙ্গলবার সংবাদ সম্মেলনে সাকিব এগিয়ে রাখেন প্রতিপক্ষকেই। শক্তির বিচারে নিজেদের আন্ডারডগ দেখিয়ে তিনি বলেন বাংলাদেশ জিতলে সেটি হবে দুর্ঘটনা। পাশাপাশি এটাও মনে করিয়ে দেন, বাংলাদেশ এখানে বিশ্বকাপ জিততে আসেনি।

সাকিব বলেছিলেন, 'আমি আগেও যেমন বলেছি, ভারত ফেবারিট দল। তারা এখানে বিশ্বকাপ জিততে এসেছে। আমরা ফেবারিট নই, বিশ্বকাপ জিততে এখানে আসিনি। আমরা ভালো করেই জানি, ভারতের বিপক্ষে জিতলে এটি আপসেট হবে। আমরা চেষ্টা করব সেরা খেলাটি খেলতে এবং আপসেট ঘটাতে।'  

সাকিবের এমন মনোভাবই মেনে নিতে পারছেন না ওয়াসিম। সাবেক এই তারকার মনে হয়েছে মাঠে নামার আগেই হার মানছেন বাংলাদেশ দলপতি, 'বাংলাদেশের অধিনায়ক সাকিব গতকাল যা বলেছে আমার মনে হয়েছে সে পিছু হটছে। একজন অধিনায়ক হিসেবে আপনার যখন বিশ্বকাপ সেমিফাইনালে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে আবার সেটাও অন্যতম শক্তিশালী দল ও আসরের ফেবারিট ভারতের বিপক্ষে আপনি নির্দিষ্ট কিছু বলতে পারেন, আত্মবিশ্বাসী হতে পারেন।' 

এমন ম্যাচে মাঠে নামার আগে যেকোন দলের আত্মবিশ্বাসী হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন ওয়াসিম, 'সে বলেছে বাংলাদেশ এখানে (বিশ্বকাপ) জিততে আসেনি। ভারত (বিশ্বকাপ) জিততে এসেছে কারণ তারা ফেবারিট। বাংলাদেশ জিতলে সেটা আপসেট হবে। এটা প্রমাণ করে মাঠে নামার আগেই বাংলাদেশ অধিনায়ক ধরে নিয়েছে সে ম্যাচ জিততে পারবে না। কিন্তু যখন আপনি কোন ক্রিকেট ম্যাচ খেলতে নামেন এমন মঞ্চে, এতো বড় ম্যাচে, অধিনায়ক হিসেবে আপনার ইতিবাচক হতে হবে। আপনার মনের ভেতর থাকা উচিত, এই ম্যাচ আমরা যেকোন প্রতিপক্ষের বিপক্ষেই জিততে সক্ষম।'

Comments

The Daily Star  | English

12th national elections: 731 of 2,716 nominations rejected

Nomination papers rejected mainly for three reasons, says EC joint secretary

2h ago