লিটনের ইনিংস আমাদের চাপে ফেলে দিয়েছিল: রাহুল
প্রথম ৬ ওভারে বিনা উইকেটে বাংলাদেশ তোলে ৬০ রান। এর পুরো কৃতিত্ব ছিল ওপেনার লিটন দাসের। শেষ পর্যন্ত ম্যাচ জিতে নিলেও পাওয়ার প্লেতে ভারতের কোনো পরিকল্পনাই কাজে লাগছিল না তার ব্যাটিংয়ের কারণে। কেএল রাহুল আরও জানান, তাদেরকে চাপে ফেলে দিয়েছিলেন এই ডানহাতি ব্যাটার।
বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আশা জাগিয়েও ভারতের কাছে ৫ রানে হেরেছে বাংলাদেশ। অ্যাডিলেডে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মার দল ১৮৪ রান করে ৬ উইকেট হারিয়ে। ইনিংসের মাঝে বৃষ্টির কারণে টাইগারদের নতুন লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৫১ রান। কিন্তু লিটনের ব্যাটে দারুণ শুরুর পরও জয়ের নাগাল পাওয়া হয়নি সাকিব আল হাসানদের। তারা পৌঁছাতে পারে ৬ উইকেটে ১৪৫ রান পর্যন্ত।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ফিফটি হাঁকান লিটন। বাউন্ডারির পসরা সাজিয়ে মাত্র ২১ বলে ব্যক্তিগত এই মাইলফলক স্পর্শ করেন তিনি। তবে বৃষ্টির পর ফের বাংলাদেশের ইনিংস শুরু হলে দ্বিতীয় বলেই রানআউটে কাটা পড়েন। ডাবল নিতে গিয়ে ডিপ মিডউইকেট থেকে রাহুলেরই সরাসরি থ্রোতে আউট হয়ে যান তিনি। তার আগ্রাসী ইনিংস থামে ৬০ রানে। মাত্র ২৭ বল মোকাবিলায় লিটন মারেন ৭ চার ও ৩ ছক্কা। কিন্তু তার গড়ে দেওয়া ভিত পরে কাজে লাগাতে পারেননি সাকিব, আফিফ হোসেন, ইয়াসির আলি রাব্বিরা।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে লিটনের ব্যাটিংয়ের প্রশংসায় রাহুল বলেন, 'প্রথম ৬ ওভারে আমাদের পরিকল্পনার কিছুই কাজে লাগছিল না। আমার মনে হয়, লিটন দাস ভিন্ন রকমের এক ইনিংস খেলেছে। এই ধরনের ইনিংস বোলিং ও ফিল্ডিংকে ভীষণ চাপে ফেলে দেয়। সে একদম যথাযথ ক্রিকেট শট খেলছিল। আমাদের বোলারদের ভালো বলেও সে মেরে দিচ্ছিল। এই ইনিংস আমাদের চাপে ফেলে দিয়েছিল।'
লিটনের কারণে শুরুতে চাপে পড়লেও ঘুরে দাঁড়ানোর আশা কখনও না হারানোর কথা জানান এই ভারতীয় ওপেনার, 'তবে আমরা নিজেদের উপর আস্থা রাখছিলাম যে পাওয়ার প্লের পর খেলায় ফিরতে পারব। পাওয়ার প্লের পরে (সপ্তম ওভারে) আকসার (প্যাটেল) এসে এক ওভার ভালোও করেছিল। বৃষ্টি না এলেও তাদের উপর আমরা হয়তো নিয়ন্ত্রণ নিয়ে আসতাম।'
লিটনের আগে আক্রমণাত্মক ব্যাটিং দেখা যায় রাহুলের কাছ থেকেও। ভারতের ইনিংসের শুরুতে জেঁকে বসা চাপ আলগা করেন তিনি। ৩২ বল মোকাবিলায় ৩ চার ও ৪ ছক্কায় ৫০ রান করেন রাহুল। পরে বিরাট কোহলি ও সুরিয়াকুমার যাদবের ব্যাটে বড় পুঁজি পায় ভারত।
Comments