টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল ইংল্যান্ড

অ্যাডিলেডের মাঠে টি-টোয়েন্টিতে টস জিতলে কেউ ম্যাচ জেতে না। ইতিহাস বলেই এমনই। তবে এসব পরিসংখ্যানের বাইরে বিশ্বকাপ সেমিফাইনালের টস ভীষণ গুরুত্বপূর্ণ। আর তাতে হাসি চওড়া হয়েছে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের। টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার অ্যাডিলেড ওভারে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। টস হারলেও অবশ্য তেমন অসুবিধা হচ্ছে না ভারতের। তাদের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন টস জিতলে তিনিও আগে ব্যাটিংই বেছে নিতেন।
সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে খেলা একাদশে কোন বদল আনেনি ভারত। অর্থাৎ দীনেশ কার্তিক নয়, কিপার ব্যাটার হিসেবে খেলছেন রিশভ পান্ত। বাঁহাতি এই ব্যাটারকে ইংল্যান্ডের লেগ স্পিনার আলিদ রশিদের বিপক্ষে কাজে লাগাতে চায় ভারত।
ইংল্যান্ড একাদশে বাধ্য হয়ে করতে হয়েছে দুটি বদল। চোটের কারণে খেলতে পারছেন না বাঁহাতি ব্যাটার দাবিদ মালান, একই কারণে নেই পেসার মার্ক উড। মালানের জায়গায় একাদশে এসেছেন ফিল সল্ট। উডের অভাব পূরণ করতে নেওয়া হয়েছে ক্রিস জর্ডানকে।
এই ম্যাচের জয়ী দল ১৩ নভেম্বর মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলবে পাকিস্তানের বিপক্ষে।
ভারত একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পান্ত, হার্দিক পান্ডিয়া, আকসার প্যাটেল, রবীচন্দ্র অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, আর্শদিপ সিং।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার, আলেক্স হেলস, ফিল সল্ট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ।
Comments