অ্যান্ডির সঙ্গে সুর মিলিয়ে ইংল্যান্ডকে কিছুটা এগিয়ে রাখলেন ওয়াসিম

জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ও পরে ইংল্যান্ডের কোচ থাকা অ্যান্ডি ফ্লাওয়ার যেমন কিছুটা এগিয়ে রাখলেন ইংলিশদেরই। পাকিস্তানের জয় চাইলেও সম্ভাবনার বিচারে অ্যান্ডির সঙ্গে একমত ওয়াসিম আকরামও।
wasim akram and andy flower

১৯৯২ বিশ্বকাপের সঙ্গে মিল খোঁজে নিয়ে ইংল্যান্ডকে হারিয়ে এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বিভোর পাকিস্তান। কিন্তু দারুণ ভারসাম্যপূর্ণ দল থাকায় ইংল্যান্ডকেই এগিয়ে রাখছে বিশেষজ্ঞরা। জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ও পরে ইংল্যান্ডের কোচ থাকা অ্যান্ডি ফ্লাওয়ার যেমন কিছুটা এগিয়ে রাখলেন ইংলিশদেরই। পাকিস্তানের জয় চাইলেও সম্ভাবনার বিচারে অ্যান্ডির সঙ্গে একমত ওয়াসিম আকরামও।

মেলবোর্নে আর কিছুক্ষণ পরই শুরু হতে যাচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের লড়াই। ফেভারিট তকমা নিয়ে টুর্নামেন্টে এসে আয়ারল্যান্ডের সঙ্গে সুপার টুয়েলভে একবার হোঁচট খেলেও জস বাটলারের দল ঠিকই জায়গা করে নিয়েছে ফাইনালে। অন্য দিকে সেমির আগেই বাদ পড়ার কিনারে থাকা পাকিস্তান নাটকীয়ভাবে উঠে আসে শেষ লড়াইয়ে। তাদের এবারের যাত্রার সঙ্গে হুবহু মিল ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপের। যেবার অস্ট্রেলিয়ার মাঠে নাটকীয়ভাবে ফাইনালে উঠে ইংল্যান্ডকে হারিয়েই প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ইমরান খানের দল।

অতীত ইতিহাস, পরিসংখ্যান এসব নিয়ে অনেক নাড়াচাড়া হলেও অ্যান্ডির নজর নেই তাতে। পাকিস্তানের 'এ স্পোর্টসের' টক শোতে যোগ দিয়ে শোয়েব মালিকের প্রশ্নের জবাবে ইংল্যান্ডকে বেছে নিন তিনি,  'আমার মনে হয় ইংল্যান্ড আত্মবিশ্বাসী ও বিপদজনক দল। তাদের সব দিক মোটামুটি পরিপূর্ণ। তাদের চারটা গতিময় পেসার আছে, তিনটা স্পিনিং অপশন আছে। এবং ব্যাটিংয়ে তারা যেমন আগ্রাসী শুরু করে সেদিকটাও বিবেচনায় রাখতে হয়। আমি ইংল্যান্ডকে পাকিস্তানের থেকে কিছুটা এগিয়ে রাখব। যদিও আপনাদের দর্শকরা এটা শুনতে পছন্দ করবেন না।'

ইংল্যান্ডকে এগিয়ে রাখলেও পাকিস্তান যে খুব পিছিয়ে নেই সেটাও মনে করিয়ে দেন তিনি। তার সঙ্গে সহমত পোষণ করে পাকিস্তানি কিংবদন্তি রাখেন পাল্টা প্রশ্ন, 'এটা বোধগম্য ব্যাপার অ্যান্ডি। এমনকি আমিও ৬০-৪০ এরকম ব্যবধানে ইংল্যান্ডকে এগিয়ে রাখব। আপনার কি মনে হয় টস খুব গুরুত্বপূর্ণ হবে? টস জিতলে কি নেওয়া উচিত?'

বিশ্বকাপে এবার কিছু ম্যাচে টস হয়েছে বেশ গুরুত্বপূর্ণ। অনেক ম্যাচেই আগে ব্যাট করা দল পেয়েছে সুবিধা। তবে সেমিফাইনালে আবার দেখা গেছে ভিন্ন ছবি। রান তাড়াই হয়েছে সহজ। টসের ব্যাপারটা নিয়ে তাই অ্যান্ডি ফ্লাওয়ার পরিসংখ্যানের পাশাপাশি উইকেট  বুঝে নিজেদের অনুভূতির উপর সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন,  'এটা খুব ভালো প্রশ্ন। তবে আমি সব সময়ই এভাবে ভাবি যে,  হ্যাঁ পরিসংখ্যান দেখতে হবে। এই মাঠের ইতিহাস দেখতে হবে। কিন্তু আপনাকে পিচটাও দেখতে হবে, উইকেটে হাত দিয়ে অনুভব করতে হবে কোনটা (ব্যাটিং না বোলিং) ভালো হবে। আর্দ্রতা কতটা থাকবে সেটা বুঝে নিতে হবে। এবং অবশ্যই দলের মূল খেলোয়াড়দের সঙ্গে আলাপ করতে হবে যে তাদের মনের ভেতরে কোনটা করার জন্য সায় আসছে। এরকম প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেওয়ার দিকে এগিয়ে যেতে হবে। তথ্য ও পরিসংখ্যান কিছুটা শুনতে হবে। কিন্তু দেখতে  হবে নির্দিষ্ট দিনে উইকেটের অবস্থাটা আসলে কেমন।'

Comments

The Daily Star  | English

DMCH doctors threaten strike after assault on colleague

A doctor at Dhaka Medical College Hospital (DMCH) was allegedly assaulted yesterday after the death of a private university student there, with some of his peers accusing the physicians of neglecting their duty in his treatment

6h ago