ট্রান্সফার লাইভ: রিয়ালের রাডারে লাউতারো

ইউরোপের ক্লাব ফুটবলের চলমান ২০২২-২৩ মৌসুমের মাঝপথে আবার খুলে গেছে দলবদলের দরজা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে দলগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।

ইউরোপের ক্লাব ফুটবলের চলমান ২০২২-২৩ মৌসুমের মাঝপথে আবার খুলে গেছে দলবদলের দরজা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে দলগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।

ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান বুন্দেসলিগা ও ফরাসি লিগ ওয়ানের দলবদল ১ জানুয়ারি শুরু হয়ে চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এছাড়া, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের বাকি দুটি অর্থাৎ স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান সিরি আর দলবদল ২ জানুয়ারি থেকে ৩১ পর্যন্ত ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে।

২০২৩ সালের শীতকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।

রিয়ালের রাডারে লাউতারো

চলতি মৌসুমে কয়েক দফা চোটে পড়েছেন করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে আগামী গ্রীষ্মে। ফলে তারকা ফরাসি স্ট্রাইকারের বিকল্পের খোঁজে রয়েছে স্প্যানিশ লা লিগার শিরোপাধারীরা। লস ব্লাঙ্কোদের নজর পড়েছে আর্জেন্টিনা স্ট্রাইকার লাউতারো মার্তিনেজের ওপর। তাকে পেতে অবশ্য রিয়ালকে বড় অঙ্কের অর্থ খরচ করতে হবে। ইতালিয়ান গণমাধ্যম ক্যালসিওমার্কাতো জানিয়েছে, লাউতারোর জন্য ৮০ মিলিয়ন ইউরো চায় ইন্টার মিলান।

লিভারপুলের মূল ফোকাস বেলিংহ্যাম

ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, লিভারপুলের মূল ফোকাস হলো বরুশিয়া ডর্টমুন্ডের জুড বেলিংহ্যাম। নিজেদের মাঝমাঠকে ঢেলে সাজাতে ইংল্যান্ডের ১৯ বছর বয়সী তারকাকে দলে টানতে চায় তারা। তবে উলভসের পর্তুগিজ মিডফিল্ডার মাথেয়াস নুনেসের দিকেও নজর আছে অলরেডদের।

অবসর ভেঙে নিজ ক্লাবের হয়ে ফুটবলে ফিরছেন পিকে

স্প্যানিশ সংবাদমাধ্যম রেলেভোর সংবাদ অনুযায়ী, এরমধ্যেই অবসর জীবনে বিরক্ত হয়ে উঠেছেন জেরার্দ পিকে। শাকিরার সঙ্গে বিচ্ছেদের পর গত সেপ্টেম্বরে বিশ্বকাপের আগে বার্সেলোনা থেকে পেশাদার ফুটবলকে বিদায় জানানো এ ডিফেন্ডার আবার ফিরছেন ফুটবলে। নিজের মালিকানাধীন সেগুন্দা ডিভিশনের ক্লাব এফসি অ্যান্দোরার হয়ে ফের মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।

মেমফিস ফিরতে পারেন ইউনাইটেডে

বৃটিশ সংবাদমাধ্যম মেট্রোর সংবাদ অনুযায়ী ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আলোচনা চলছে মেমফিস ডিপাইয়ের। তবে তাকে ছাড়তে রাজী নন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ।

পিএসজিতে চুক্তি নবায়নের কাছাকাছি মার্কুইনহোস

ফরাসি সংবাদমাধ্যম লা পার্শিয়ানের সংবাদ অনুযায়ী, ২৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনহোসের সঙ্গে নতুন চুক্তি করতে আগ্রহী পিএসজি। এরমধ্যেই আলোচনা এগিয়েছে অনেক টাই। চুক্তি নবায়নের খুব কাছাকাছি দুই পক্ষ।

মাদ্রিককে হাইজ্যাক করতে চায় চেলসি

বেশ কিছু দিন থেকেই শাখতার দোনেস্কের ইউক্রেনিয়ান উইঙ্গার মিখাইলো মাদ্রিককে পেতে চেষ্টা চালাচ্ছে আর্সেনাল। জানুয়ারির শুরুতে প্রস্তাব দিয়েছে ক্লাবটি। দুই পক্ষের মধ্যে আলোচনাও চূড়ান্ত। তবে বৃটিশ সংবাদমাধ্যম দ্য সানের সংবাদ অনুযায়ী তাকে হাইজ্যাক করার চেষ্টা চালাচ্ছে চেলসি।

Comments

The Daily Star  | English
No respite from heat wave for five days: BMD

Heat takes a toll on expecting mothers

The ongoing heatwave has exacerbated the challenges faced by everyone in the country, but the situation has become particularly difficult for expecting mothers.

31m ago