ট্রান্সফার উইন্ডো

ট্রান্সফার লাইভ: রোনালদোর পর এবার বুসকেতসকে চায় আল-নাসর

২০২৩ সালের শীতকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।

বছর ঘুরে ইউরোপীয় ক্লাব ফুটবলে আবারও এসে পড়েছে দলবদলের মৌসুম। দলের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে দলগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে দলগুলো।

ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান বুন্ডেসলিগা ও ফরাসি লিগ ওয়ানের দলবদল ১ জানুয়ারি শুরু হয়ে চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের অপর দুটি লিগ স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান সিরি আর দলবদল ২ জানুয়ারি থেকে চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

২০২৩ সালের শীতকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।

আসেনসিওর সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় রিয়াল

ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিকের সংবাদ অনুযায়ী, মার্কো আসেনসিওর সঙ্গে চুক্তি নবায়ন করার আগ্রহ প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ। কোচ কার্লো আনচেলত্তি এই ফরোয়ার্ডকে জানিয়েছেন তাকে এখনও বিবেচনা করেন।

রোনালদোর পর এবার বুসকেতসকে চায় আল-নাসর

ক্রিস্তিয়ানো রোনালদোকে দলে টানার পর এবার মাঝমাঠের শক্তি বাড়াতে মরিয়া আল-নাসর। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের সংবাদ অনুযায়ী, বার্সেলোনার মিডফিল্ডার সের্জিও বুসকেতসের প্রতি আগ্রহ দেখিয়েছে ক্লাবটি। চলতি মৌসুম শেষেই বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে তার। তাকে বার্ষিক ১৩ মিলিয়ন ইউরো বেতনে দলভুক্ত করতে চায় আল-নাসর।

ম্যানউইতে যেতে নিজ পকেট থেকে ক্ষতিপূরণ দিবেন ভেগহর্স্ট

তুরস্কের সংবাদমাধ্যম গোখান দিঙ্কের সংবাদ অনুযায়ী, ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে নিজ পকেট থেকে তুর্কি ক্লাবকে বেসিকতাসকে ক্ষতিপূরণ দিতে রাজী আছেন ভৌট ভেগহর্স্ট। বার্নলির ৩০ বছর বয়সী এ ফরোয়ার্ড বর্তমানে ধারে খেলছেন বেসিকতাসে। আগামী মঙ্গলবার চুক্তিটি চূড়ান্ত হতে পারে।

ফেলিক্সকে ধারে পাঠানোর আগে চুক্তি নবায়ন করতে চায় অ্যাতলেতিকো

অ্যাতলেতিকো মাদ্রিদের ২৩ বছর বয়সী জোয়াও ফেলিক্সের ধারে চেলসিতে যাওয়া অনেকটাই চূড়ান্ত। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার সংবাদ অনুযায়ী, ধারে পাঠানোর আগে এ পর্তুগিজ উইঙ্গারের সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় অ্যাতলেতিকো।

থুমারে আগ্রহী চেলসি

বৃটিশ সংবাদমাধ্যম টাইমসের সংবাদ অনুযায়ী, বরুসিয়া মনশেনগ্লাডবাখের ২৫ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড মার্কাস থুরামের প্রতি আগ্রহ বাড়িয়েছে চেলসি। গ্রীষ্মের শেষেই মনশেনগ্লাডবাখের সঙ্গে চুক্তির মেয়াদ ফুঁড়বে থুরামের। এছাড়া পিএসভি আইন্দহোভেনের ২০ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড ননি মাদুর কথাও বিবেচনা করছে ক্লাবটি।

Comments

The Daily Star  | English
Raushan Ershad

Raushan Ershad says she won’t participate in polls

Leader of the Opposition and JP Chief Patron Raushan Ershad today said she will not participate in the upcoming election

2h ago