নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশের খেলার সময়সূচি

৩ অক্টোবর শারজায় বিকেল চারটায় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশের মেয়েরা।
Nigar Sultana Joty & Fargana Hoque Pinky
ফারজানা হক পিংকি ও নিগার সুলতানা জ্যোতি। ছবি: ফিরোজ আহমেদ/স্টার

এবারের নারী টি-টোয়েন্টি হওয়ার কথা ছিলো বাংলাদেশে। কিন্তু ক্ষমতার পালাবদল কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতায় নিরাপত্তা সংকটে টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরাতে। ৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে 'বি' গ্রুপে খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। গ্রুপ পর্বে ম্যাচ আছে চারটি।

৩ অক্টোবর শারজায় বিকেল চারটায় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপ সেরা দুই দল যাবে সেমিফাইনালে।

গ্রুপ পর্বে বাংলাদেশের খেলার সময়সূচী (বাংলাদেশ সময় অনুযায়ী):

তারিখ প্রতিপক্ষ সময় ভেন্যু
৩ অক্টোবর স্কটল্যান্ড বিকেল ৪টা শারজাহ
৫ অক্টোবর ইংল্যান্ড রাত ৮টা শারজাহ
১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ রাত ৮টা শারজাহ
১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকা রাত ৮টা শারজাহ

 

Comments

The Daily Star  | English
Asif Nazrul

CSA must be repealed: Law Adviser Asif Nazrul

Law Adviser Asif Nazrul today said the government will scrap the controversial Cyber Security Act and formulate a new one to ensure citizens’ safety in cyberspace

33m ago