প্রত্যাশা পূরণে কেন ব্যর্থ হলো দোয়েল ল্যাপটপ?
সাধারণ জনগণের কাছে ল্যাপটপকে সহজলভ্য করতে বাংলাদেশ সরকার এনেছিল দোয়েল ল্যাপটপ। অনেক আশা নিয়ে টেলিফোন শিল্প সংস্থা ২০১১ সালে বাজারে এনেছিল স্বল্পমূল্যের এই ল্যাপটপটি।
কিন্তু বাজারে সাড়া ফেলতে ব্যর্থ হয় এই গ্যাজেট। আজ এক যুগ পরে এই ল্যাপটপ খুঁজে পেতেই কষ্ট হয়।
কেন ব্যর্থ হলো এই ল্যাপটপ? বর্তমানে কি অবস্থায় আছে এই প্রকল্প? আর কি ঘুরে দাঁড়াতে পারবে সরকারি এই প্রকল্প?
আজকের স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম এ খন্দকার মো. শোয়েবের সঙ্গে দোয়েল ল্যাপটপের ব্যর্থতার কারণ নিয়ে আলোচনা করেছেন দ্য ডেইলি স্টারের রিপোর্টার মাহমুদুল হাসান।
Comments