পুলিৎজার জয়ী ফাহমিদা আজিমের সঙ্গে কথোপকথন
২০২২ সালের পুলিৎজার অ্যাওয়ার্ড ফর ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্ট্রি বিজয়ী দলে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফাহমিদা আজিম। চীনের বন্দিশিবির থেকে পালিয়ে ফেরা এক নারীর জবানিতে উঠে আসা গল্পই বয়ে এনেছে এই সম্মান।
উইঘুর মুসলিমদের ওপর চীন সরকারের নির্যাতনের প্রেক্ষাপটে নির্মিত 'কীভাবে আমি চীনের বন্দিশিবির থেকে পালিয়ে এসেছি', এই রিপোর্টে ফাহমিদা আজিম কাজ করেছেন ইলাস্ট্রেটর আর্টিস্ট হিসেবে। কেমন ছিল সেই কাজের অভিজ্ঞতা এবং অর্জন- শেয়ার করেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
Comments