কীভাবে নিটওয়্যার সর্বোচ্চ গার্মেন্টস রপ্তানিকারক খাত হলো?

করোনাভাইরাস মহামারি শুরুর পর বিশ্বের সব দেশ থেকে পোশাক রপ্তানি বাধাগ্রস্ত হলেও, বাংলাদেশ থেকে গার্মেন্টস রপ্তানি অব্যাহত ছিল। এখন রপ্তানি আরও বেড়েছে।

করোনাভাইরাস মহামারি শুরুর পর বিশ্বের সব দেশ থেকে পোশাক রপ্তানি বাধাগ্রস্ত হলেও, বাংলাদেশ থেকে গার্মেন্টস রপ্তানি অব্যাহত ছিল। এখন রপ্তানি আরও বেড়েছে।

বাংলাদেশি তৈরি পোশাকের এই অগ্রযাত্রা সম্ভব হয়েছে নিটওয়্যার গার্মেন্টসের রপ্তানির ওপর নির্ভর করে। কীভাবে নিটওয়্যার সর্বোচ্চ গার্মেন্টস রপ্তানিকারক খাতে পরিণত হলো? কেন নিটওয়্যারের রপ্তানি বাড়ছে? নিটওয়্যার গার্মেন্টস কি পারবে বাড়ন্ত রপ্তানির এই ধারা ধরে রাখতে?

খন্দকার মো. শোয়েবের সঙ্গে আজকের স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে এসব প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক রেফায়েত উল্লাহ্‌ মীরধা।

Comments