হাওরের দর্পণ ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’

হাওর অঞ্চলের এক পরিবারকে ঘিরে গড়ে উঠেছে এই সিনেমার কাহিনী। তাদের জীবনের লক্ষ্য আর স্বপ্ন একটাই—পেট ভরে ভাত খাওয়া। ধান চাষকে ঘিরেই তাদের জীবন আবর্তিত হয়।

হাওর অঞ্চলের এক পরিবারকে ঘিরে গড়ে উঠেছে এই সিনেমার কাহিনী। তাদের জীবনের লক্ষ্য আর স্বপ্ন একটাই—পেট ভরে ভাত খাওয়া। ধান চাষকে ঘিরেই তাদের জীবন আবর্তিত হয়।

তাদের এই ছোট স্বপ্নটিও পূরণ হয় না প্রকৃতির রুদ্রমূর্তিতে। বন্যার পানি সব ভাসিয়ে নিয়ে যায়।

তারপরও জীবন থেমে থাকে না তাদের। তারা ঘুরে দাঁড়ায়, আবারও নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখে।

মুহাম্মদ কাইউম পরিচালিত 'কুড়া পক্ষীর শূন্যে উড়া' সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন উজ্জ্বল কবীর হিমু, জয়িতা মহলানবীশ ও সুমী ইসলাম। মাত্র একটি সিনেমা হলে মুক্তি পেয়েছে এটি।

গত ৪ নভেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি বর্তমানে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে।

Comments