কালজয়ী সুরের স্রষ্টা রোমেল আলি
রোমেল আলি। বাংলাদেশি ব্যান্ড ওয়ারফেজের কিবোর্ডিস্ট হিসেবে সবাই চিনলেও তিনি এমন একজন শিল্পী, যার রয়েছে পৃথিবীর বিভিন্ন বিখ্যাত ব্যান্ড এবং সঙ্গীতশিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। শুধু বাংলা গান নয়, তিনি কাজ করেছেন সংগীতের বিভিন্ন ফর্ম নিয়ে। এ ছাড়াও, পিয়ানো শিক্ষক হিসেবে দেশে এবং দেশের বাইরে রয়েছে তার অসংখ্য ছাত্র।
রোমেল আলির সঙ্গে একান্ত আলাপ নিয়ে আমাদের আজকের ক্যান্ডিড স্টার।
Comments