৫০ বছরের পুরোনো ভেসপা নিয়ে বিশ্বভ্রমণে ইতালির লাভারা
বর্তমানে তিনি বাংলাদেশে। ঘুরছেন কুয়াকাটা, শ্রীমঙ্গল ও ঢাকাসহ অন্যান্য স্থান।
ইলারিয়ো লাভারা। ইতালির এই নাগরিক ৫০ বছরের পুরোনো ভেসপা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সারা পৃথিবী। ইতোমধ্যে তিনি ভ্রমণ করেছেন ৯৭টি দেশ, পাড়ি দিয়েছেন দেড় লাখ কিলোমিটার পথ।
বর্তমানে তিনি বাংলাদেশে। ঘুরছেন কুয়াকাটা, শ্রীমঙ্গল ও ঢাকাসহ অন্যান্য স্থান।
এরই মাঝে সময় করে এসেছিলেন দ্য ডেইলি স্টারের অফিসে তার ভ্রমণের গল্পের ঝুড়ি নিয়ে। চলুন শুনি লাভারার বিশ্বভ্রমণের গল্প।
Comments