রানা প্লাজা ট্রাজেডির ১০ বছর: শ্রমিকদের অধিকার কি নিশ্চিত হয়েছে?
দেশের পোশাক শিল্পে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ ট্রাজেডি রানা প্লাজা ধসের ১০ বছর পূর্তি উপলক্ষে দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত হয়েছে 'রানা প্লাজা ট্রাজেডি-টেন ইয়ারস: ওয়ার্কার্স হেলথ অ্যান্ড সেফটি অ্যান্ড ট্রেড ইউনিয়ন রাইটস: হোয়ার আর উই নাও?' শীর্ষক গোলটেবিল বৈঠক।
ইউএস এইডের সহায়তায় বৈঠকটি আয়োজন করে সলিডারিটি সেন্টার এবং ইন্ডাস্ট্রি-অল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)।
আজ বৃহস্পতিবার আয়োজিত এই বৈঠকে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস, ইন্ডাস্ট্রি-অল বাংলাদেশ কাউন্সিলের প্রেসিডেন্ট আমিনুল হক আমিন, সলিডারিটি সেন্টার বাংলাদেশের কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর একেএম নাসিমসহ আরও অনেকে।
বক্তারা বাংলাদেশে শ্রম অধিকার, শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা পরিস্থিতি এবং এর উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা করেন।
Comments