শূন্য থেকে শুরু, এখন কোটি টাকার খামারের মালিক উদ্যোক্তা রেশমা

বগুড়ার শেরপুর উপজেলার সফল উদ্যোক্তা সুরাইয়া ফারহানা রেশমা। শূন্য থেকে শুরু করে এখন তার গোলাভরা ধান, গোয়ালভরা গরু, পুকুরভরা মাছ, উঠোনভরা হাঁস-মুরগি, কবুতর, মাঠ ভরা শাকসবজি-ফসল।

তবে জীবনের শুরুটা এতটা সহজ ছিল না। মাত্র ২ মাস বয়সে তার বাবা মারা যান। অভাব অনটনে একসময় ভালোমতো খেতেও পারতেন না তিনি। অর্থের অভাবে ছাড়তে হয় স্কুল। শুরু হয় তার সংগ্রামী জীবন।

Comments