ওলন্দাজদের আগমন থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ইতিহাসে নারিন্দা কবরস্থান
ঢাকার সবচেয়ে পুরোনো এবং সর্ববৃহৎ খ্রিস্টান কবরস্থান নারিন্দায়। এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মী থেকে শুরু করে ওলন্দাজ ও চীনাদের কবর ছাড়াও আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত হওয়া শত ইংরেজ সৈনিকের গণকবর। এখানে আরও আছে রহস্যময় 'কলম্বো সাহেবের' কবর।
স্টার স্পেশালে নারিন্দা কবরস্থানের নীরবতায় আমরা খুঁজে বেড়াব ঢাকার ৪০০ বছরের ইতিহাস।
Comments