‘প্রতি বছর গাছের চারা রোপণ করেন, কিন্তু বেঁচে থাকে কয়টা?’
যশোরের রাজারহাট থেকে খুলনার চুকনগর পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় ৮ কিলোমিটারজুড়ে চোখে পড়ে সারি সারি বৃক্ষ। অবাক করা বিষয় হলো, এসব গাছের সবগুলোই লাগানো হয়েছে ব্যক্তিগত উদ্যোগে। যার উদ্যোগ, তিনি বৃক্ষসখা মো. আব্দুল ওয়াহিদ সরদার। পেশায় দিনমজুর হয়েও নিজ খরচে গাছ রোপণের পাশাপাশি তা রক্ষণাবেক্ষণের কাজও চালিয়ে যাচ্ছেন তিনি। এর স্বীকৃতি হিসেবে পেয়েছেন 'বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কার-১৪২১'।
বৃক্ষসখা আব্দুল ওয়াহিদ সরদারের গল্প জানব আজকের ইনসাইড বাংলাদেশে।
Comments