কেবল অর্থনীতি না, বৈষম্যকে রাজনৈতিক দিক থেকেও দেখা দরকার: সেলিম জাহান

দেশের জনশক্তি নিয়ে সম্ভাবনার অনেক দিক থাকলেও, এর দক্ষতা উন্নয়নে পিছিয়ে বাংলাদেশ। এখনো কেন দক্ষতা উন্নয়নে কাজ হচ্ছে না? দক্ষতা উন্নয়ন জন্য বাংলাদেশের করণীয়ই বা কী?

এ বিষয়ে কথা বলতে আজকের স্টার কানেক্টসে আছেন ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদন অফিস ও দারিদ্র্য বিভাগের সাবেক পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সেলিম জাহান।

Comments

The Daily Star  | English

Rising gas prices threaten our investment prospects

The previous government not only turned the country into a net importer of energy, but also initiated a process to make it an import-dependent.

7h ago