শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ নির্মাণ কাজ

শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ নির্মাণ কাজ
স্কয়ার কিলোমিটার অ্যারে। ছবি: এএফপি

একবিংশ শতাব্দীর অন্যতম বৈজ্ঞানিক প্রকল্প হিসেবে বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ নির্মাণের কাজ শুরু হয়েছে অস্ট্রেলিয়ায়। গতকাল সোমবার এর নির্মাণকাজ শুরু করা হয়।

২০২৮ সালে টেলিস্কোপটির নির্মাণকাজ শেষ হলে স্কয়ার কিলোমিটার অ্যারে (এসকেএ) হবে বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ।

যুক্তরাজ্যে টেলিস্কোপটির সদরদপ্তর, অস্ট্রেলিয়ায় অ্যান্টেনা ও দক্ষিণ আফ্রিকায় নেটওয়ার্ক ডিশ স্থাপন করা হবে। এই টেলিস্কোপটির মাধ্যমে জ্যোতির্পদার্থবিদ্যার সবচেয়ে বড় অমীমাংসিত প্রশ্নগুলোর সমাধান পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া আইনস্টাইনের তত্ত্বগুলো নিয়ে যথাযথভাবে কাজ করতে এবং ভীনগ্রহবাসীদের অনুসন্ধানে এটি ব্যবহৃত হবে। 

প্রকল্পের নেতৃত্বদানকারী ৮টি দেশের প্রতিনিধিদল অস্ট্রেলিয়ার পশ্চিমে প্রত্যন্ত মুর্চিসন শায়ার এবং দক্ষিণ আফ্রিকার নর্থ কেপের কারু থেকে অনুষ্ঠানে যোগ দেবেন। 

স্কয়ার কিলোমিটার অ্যারে অর্গানাইজেশনের মহাপরিচালক অধ্যাপক ফিল ডায়মন্ড বলেন, 'সেই মুহূর্তটি এখন বাস্তব হতে চলেছে।'

ফিল ডায়মন্ড বিবিসিকে বলেছেন, 'এটি ছিল ৩০ বছরের একটি যাত্রা। প্রথম ১০ বছর চিন্তাভাবনা বিকাশের কাজগুলো করা হয়েছিল। দ্বিতীয় ১০ বছর প্রযুক্তির উন্নয়নে ব্যয় করা হয় এবং তারপর শেষ ১০ বছর বিস্তারিত নকশা, সাইটগুলো সুরক্ষিত করা, বিভিন্ন দেশের সরকারদের সম্মত করার বিষয়ে একটি চুক্তির মাধ্যমে (এসকেএ) সংস্থা স্থাপন এবং তহবিল সংগ্রহ শুরু হয়।'

 

Comments

The Daily Star  | English

68.45% students pass SSC, equivalent exams

This marks a 14.59 percentage point drop from last year

Now