মিডজার্নির বিকল্প সেরা ৬ আর্ট জেনারেটর

মিডজার্নি ব্যবহার করে তৈরি সুন্দরবনের প্রতীকী চিত্র। ছবি: আরাফাত সেতু/স্টার

কৃত্রিম বুদ্ধিমত্তা কেবল ব্যবসা বা স্বাস্থ্যসেবার মতো কাজেই ব্যবহৃত হচ্ছে না, এআই-নিয়ন্ত্রিত শিল্পের নতুন যুগ সূচনা করে সৃজনশীল শিল্প তৈরিতেও ভূমিকা পালন করছে। সম্প্রতি মিডজার্নি এআইয়ের উদ্ভাবনের ফলে চলচ্চিত্রসহ অন্যান্য সৃজনশীল শিল্পের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনের নতুন দুয়ার খুলে গেছে।

শুধু মিডজার্নি নয়, বেশকিছু এআই আর্ট জেনারেটর টুল শিল্পকে এনএফটিতে রূপান্তর করতে সক্ষম। চলুন তাহলে জেনে নেওয়া যাক ৬টি সেরা এআই আর্ট জেনারেটরের ফিচার ও ব্যবহার সম্পর্কে।

১. ইমেজেস এআই

ইমেজেস এআই বিনামূল্যে ব্যবহারের অনুমতি মেলে। এটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ছবি তৈরি করতে প্রথমে ওয়েবসাইটে গিয়ে ৩টি ভিন্ন অপশন থেকে ছবির আকার বাছাই করতে হবে। তারপর প্রয়োজনীয় শব্দ সার্চ বারে লিখে দিলেই ম্যাজিকের মতো নিমিষেই ছবি পাওয়া যাবে।

 ইমেজেস এআইয়ের প্রধান ফিচার

  • ১০ সেকেন্ডের কম সময়ে সহজ উপায়ে ছবি পাওয়া যায়। এটি ব্যবহারে কোনো ঝামেলা পোহাতে হয় না
  • ছবি থেকে মিমস তৈরি করা যায়
  • পরবর্তী সংস্করণে কাস্টমাইজড গ্যালারি তৈরির সুবিধা পাওয়া যাবে 
  • বিভিন্ন অপশন থেকে ছবির আকার নির্বাচন করা যায়
  • পাওয়ার ব্যবহারকারীদের জন্য উন্নততর সেটিংস সুবিধা

 ২. নাইটক্যাফে

এআই আর্ট জেনারেটরের জগতে এটি বেশ জনপ্রিয়। অন্যান্য জেনারেটরের তুলনায় নাইটক্যাফের বেশি অ্যালগরিদম এবং অপশন থাকায় এটি ব্যাপক পরিচিতি পেয়েছে। তবে নতুন ব্যবহারকারীদের জন্যও নাইটক্যাফে উপযুক্ত। ক্রেডিট সিস্টেমের ওপর ভিত্তি করে এটি ব্যবহার করা যায়। তবে বিনামূল্যে ব্যবহারের সুবিধাও রয়েছে এতে। নাইটক্যাফে কমিউনিটিতে অংশগ্রহণ করেও ক্রেডিট আয় করা যায়।

 নাইটক্যাফের কিছু প্রধান ফিচার

  • ব্যবহারকারী শিল্পের মালিকানা পান
  • অন্যান্য জেনারেটরের চেয়ে বেশি অ্যালগরিদম সুবিধা
  • অ্যাডভান্সড ব্যবহারকারীদের জন্য নিয়ন্ত্রণ সুবিধা
  • সামাজিক ফিচার ও শিল্প সহায়ক কমিউনিটির সঙ্গে যোগাযোগ  
  • শিল্পের নিজস্ব কালেকশন তৈরির অপশন
  • সব ছবি বাল্ক-ডাউনলোড করার সুবিধা
  • ভিডিও তৈরি করা
  • শিল্পকর্মের প্রিন্ট কেনার সুবিধা

৩. ডিপ ড্রিম জেনারেটর

আরও একটি সেরা এআই আর্ট জেনারেটর হলো এআইএফনেটের ডিপ ড্রিম জেনারেটর। বাজারে সবচেয়ে জনপ্রিয় এআই আর্ট জেনারেটরগুলোর মধ্যে অন্যতম ডিপ ড্রিম একটি অনলাইন টুল, যা ব্যবহার করে বাস্তবসম্মত ছবি পাওয়া যায়। 

ডিপ ড্রিম নিউরাল নেটওয়ার্কের ওপর নির্ভরশীল। এটি ব্যবহার করা সহজ, শুধু আসল ছবির ওপর ভিত্তি করে আরেকটি নতুন ছবি তৈরি করার আগে একটি ছবি আপলোড করতে হয়৷ ডিপ ড্রিমের প্রধান কাজগুলোর মধ্যে অন্যতম হলো আর্টওয়ার্ক তৈরি করা। এটি বিভিন্ন স্থান বা সময়কালের ওপর ভিত্তি করে বিভিন্ন পেইন্টিং শৈলী ব্যবহার করে থাকে। 

বাস্তবসম্মত ছবি তৈরির আগে নির্দিষ্ট ক্যাটাগরি বেছে নিতে হয় এবং ডিপ স্টাইল, থিন স্টাইল বা ডিপ ড্রিম থেকে যে কোনো একটি নির্বাচন করতে হয়। তাদের টেক্সট টু ইমেজ নামের একটি সফটওয়্যার সংস্করণও আছে।

 ডিপ ড্রিম জেনারেটরের কিছু প্রধান ফিচার:

  • বাস্তবসম্মত ছবি তৈরি করা
  • প্রশিক্ষিত নিউরাল নেটওয়ার্ক
  • বিভিন্ন পেইন্টিং শৈলী
  • ইমেজ বিভাগ
  • ৩টি পৃথক স্টাইল
  • টেক্সট টু ইমেজ সুবিধা

৪. স্টেবলকগ

স্ক্র্যাচ থেকে বাস্তবসম্মত ছবি তৈরি করতে সক্ষম এই ওপেন সোর্স এআই ইমেজ জেনারেটরটির প্রথম মাসে ব্যবহারকারীর সংখ্যা ছিল ৩ হাজারের বেশি। মাত্র কয়েকটি ক্লিকেই বাস্তবসম্মত ছবি পাওয়া যায় এটি ব্যবহারে।

স্টেবলকগের কিছু প্রধান ফিচার:

  • স্ক্র্যাচ থেকে বাস্তবসম্মত ছবি তৈরি করা
  • ব্যবহার করা সহজ
  • বিনামূল্যে ব্যবহারের সুবিধা
  • জিএএনের ব্যবহার 

 ৫. ডাল-ই টু

ওপেন এআই দিয়ে তৈরি ইমেজ জেনারেটর ডাল-ই টু মাত্র কয়েক মিনিটের মধ্যে বাস্তবসম্মত ছবি তৈরি করতে পারে। ওপেন এআইয়ের মতে, টুলটি চিত্র তৈরি করতে, পণ্য ডিজাইন করতে এবং ব্যবসার জন্য নতুন ধারণা তৈরি করতে ডাল-ই টু ব্যবহার করা যেতে পারে। ডাল-ই টুর সহজে ব্যবহারযোগ্য ইন্টারফেস থাকায় যে কেউ এআই দিয়ে উচ্চমানের ছবি তৈরি করতে পারে। অর্থাৎ অপেশাদার শিল্পীরাও এ টুলটি ব্যবহার করতে পারবে।

ডাল-ই টুতে থাকা পেইন্টব্রাশ সুবিধা ছবিতে ছায়া, হাইলাইট এবং আরও অনেক কিছু যোগ করার অনুমতি দেয়। পেইন্টব্রাশের মতো টুল একাধিক লেয়ারে নিজস্ব ফিচারে কাস্টমাইজড করে জটিল ছবি তৈরি করতে সক্ষম।

ডাল-ই টুর কিছু প্রধান ফিচার:

  • স্বল্প সময়ে বাস্তবসম্মত ছবি পাওয়া
  • ইলাস্ট্রেশন তৈরি করা
  • পণ্য ডিজাইন করা
  • সহজে ব্যবহারযোগ্য ইন্টারফেস
  • ছবির একাধিক লেয়ার কাস্টমাইজ করা

৬. শাটারস্টক

নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের কোম্পানি শাটারস্টক। স্টক ফটোগ্রাফি, স্টক ফুটেজ, স্টক মিউজিক, এডিটিং টুলসহ শাটারস্টক ছবি এবং শিল্প তৈরি করার অন্যতম সেরা টুল হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে। ওপেন এআইএর ডাল-ই টু ইমেজ-জেনারেটিং এআই সিস্টেমকে একত্র করেছে শাটারস্টক।

কয়েকটি সহজ পদক্ষেপে শাটারস্টক ছবি তৈরি করে থাকে। কোনো কিছু কল্পনা করে সার্চ বারে টাইপ করার পর জেনারেট অপশনে ক্লিক করতে হয়। শাটারস্টক তারপর নির্বাচনের জন্য কয়েকটি সংস্করণের অপশন দেয়। তারপর ছবি ডাউনলোড করা যায়।

এটির ফ্রি ট্রায়াল অফারের মাধ্যমে ১০টি পর্যন্ত এআই-জেনারেট করা ছবির লাইসেন্স বিনামূল্যে পাওয়া যায়।

 

তথ্যসূত্র: সিম্পলিফাইড, গিজমোডো, স্পোর্টস্কেডা, অলটারনেটিভ টু

 

 

 

 

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

4h ago