আমেরিকান অ্যাসোসিয়েশন অব ফিজিসিস্টস ইন মেডিসিন থেকে স্বর্ণপদক পাচ্ছেন ড. সাইফুল হক

আমেরিকান অ্যাসোসিয়েশন অব ফিজিসিস্টস ইন মেডিসিন থেকে স্বর্ণপদক পাচ্ছেন ড. সাইফুল হক
ড. সাইফুল হক। ছবি: সংগৃহীত

আমেরিকান অ্যাসোসিয়েশন অব ফিজিসিস্টস ইন মেডিসিন (এএপিএম) থেকে উইলিয়াম ডি কুলিজ স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশি আমেরিকান অধ্যাপক ড. এম সাইফুল হক।

মেডিকেল পদার্থবিদ্যায় অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পাচ্ছেন তিনি। মেডিকেল পদার্থবিদ্যায় এএপিএমর দেওয়া সর্বোচ্চ পুরস্কার এটি। বাংলাদেশি আমেরিকান হিসেবে সাইফুল হক প্রথম এই পুরস্কার পাচ্ছেন।

আগামী ২৪ জুলাই যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠেয় এএপিএমর বার্ষিক সভায় সাইফুল হকের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

বিশ্বজুড়ে প্রায় ১০ হাজার মেডিকেল পদার্থবিদ এএপিএমর সদস্য। তারা মেডিকেল পদার্থবিদ্যার মাধ্যমে চিকিৎসাবিজ্ঞানে অবদান রাখছেন।

সাইফুল হক ২০২০ সালে এএপিএমের সভাপতি এবং ২০২১ সালে এএপিএমের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে যুক্তরাষ্ট্রের উইলিয়াম অ্যান্ড মেরি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

14m ago