কৃত্রিম বুদ্ধিমত্তা ‘বিপজ্জনক’: এআই গডফাদার জিওফ্রে হিন্টন

জিওফ্রে হিন্টন

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) গডফাদারখ্যাত জিওফ্রে হিন্টন যে প্রযুক্তির উন্নয়ন করেছেন সেটাকে 'বিপজ্জনক' হিসেবে উল্লেখ করে গত সোমবার গুগল থেকে চাকরি ছেড়ে দিয়েছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, ৭৫ বছর বয়সী জিওফ্রে হিন্টন নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক বিবৃতিতে গুগল থেকে তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন, তিনি এখন তার কাজের জন্য অনুতপ্ত।

এ বিষয়ে তিনি বিবিসিকে বলেছেন, এআই চ্যাটবটের কিছু বিষয় 'বেশ ভয়ঙ্কর'।

'যতদূর আমি বলতে পারি, এই মুহূর্তে এআই আমাদের চেয়ে বুদ্ধিমান নয়, কিন্তু আমার মনে হয় তারা শিগগির সেটা হয়ে যাবে।'

ড. হিন্টন আরও স্বীকার করেছেন যে বয়সের কারণেও তিনি টেক জায়ান্ট ছাড়ার সিদ্ধান্তে নিয়েছেন। এ বিষয়ে বিবিসিকে তিনি বলেন, 'আমার বয়স ৭৫ বছর, তাই এখন অবসর নেওয়ার সময়।'

ডিপ লার্নিং এবং নিউরাল নেটওয়ার্কের ওপর ড. হিন্টনের অ্যাডভ্যান্সড গবেষণা চ্যাটজিপিটির মতো বর্তমান এআই সিস্টেমের জন্য পথ প্রশস্ত করেছে।

তবে এই ব্রিটিশ-কানাডিয়ান কগনিটিভ সাইকোলজিস্ট ও কম্পিউটার সায়েন্টিস্ট বিবিসিকে বলেছেন চ্যাটবট শিগগির মানুষের মস্তিষ্কের তথ্যের মাত্রাকে ছাড়িয়ে যেতে পারে।

তিনি আরও জানান, দিন দিন এ আইয়ের আরও অগ্রগতি হবে। তাই আমাতের এ বিষয়ে চিন্তিত হওয়া দরকার।

 

 

Comments

The Daily Star  | English

Rangpur mob violence victims’ families decry police inaction

Four arrested, some culprits have gone into hiding, local police say

47m ago