অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের ২০তম আসর শুরু ১১ জুলাই

বৃহস্পতিবার রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে ‘এপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড’র ২০তম আসরের নানা দিক তুলে ধরা হয় | ছবি: সংগৃহীত

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে হতে যাচ্ছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড এর ২০তম আসর।

তারই অংশ হিসেবে দেশজুড়ে শুরু হচ্ছে মেধা যাচাই কর্মসূচি 'এপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড'।

রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান ও এপেক্স ফুটওয়্যার লিমিটেডের মার্কেটিং বিভাগের সহকারী মহাব্যবস্থাপক রায়হান কবির।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন।

তিনি জানান, স্কুল ও কলেজের ১৪ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। ১৪ থেকে ১৮ বছর বয়সি স্কুল এবং কলেজ পর্যয়ের ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজিত এই 'এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড' এ বিভাগীয় ও জেলা শহরগুলোতে প্রথম রাউন্ড থেকে বাছাইকৃত ৩০০ শিক্ষার্থীদের নিয়ে হবে দ্বিতীয় রাউন্ড বা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা এবং সর্বশেষ তৃতীয় রাউন্ড বা ক্লোজড ক্যাম্প। 

শেষ দিন অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা থেকে বাছাই করা পাঁচজন শিক্ষার্থী আগামী ২০-২৭ সেপ্টেম্বর রাশিয়ায় ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

এছাড়া, ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের আসরেও তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

অলিম্পিয়াডে অংশ নিতে শিক্ষার্থীদের নিবন্ধন করতে হবে। নিবন্ধন ফি ১০০ টাকা, যা বিকাশ নম্বর ০১৯১৫-৬৫৩৬০৭–এ পাঠাতে হবে।

বিস্তারিত জানুন এখানে

Comments

The Daily Star  | English

Economist Barkat held in graft case

Economist Prof Abul Barkat was arrested in the capital last night in a case filed with the Anti-Corruption Commission.

4h ago