উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

জাপানের বিপক্ষে জার্মানির হারের পর নিঃসন্দেহে আরও উজ্জীবিত এশিয়ার আরেক শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া। অন্যদিকে সতর্ক হয়েই তাদের বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ে। তবে সামর্থ্যের সবটুকু ঢেলে দিতে পারলে জয় ধরা দিতে পারে ল্যাতিন দলটির হাতেই।

ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, ফর্মেশনও তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য-

কখন?

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা

কোথায়?

আল রাইয়ান স্টেডিয়াম, আল রাইয়ান

নজরে থাকবেন যারা

উরুগুয়ের আক্রমণভাগে তরুণ ডারউইন নুনেজের সঙ্গে আছেন অভিজ্ঞ লুইস সুয়ারেজ। লিভারপুল তারকার গতির সঙ্গে সাবেক বার্সেলোনা তারকার ক্ষুরধার ফিনিশিং কাল হতে পারে কোরিয়ান রক্ষণের জন্য। মিডফিল্ডে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ভালভার্দেও আছেন দুর্দান্ত ফর্মে। সেটাও দুশ্চিন্তা হতে পারে কোরিয়ানদের।

টটেনহ্যাম হটস্পার তারকা সন হিউং মিনের ওপর অনেকাংশে নির্ভর করবে রেডসরা। মাঝমাঠে উলভস ফুটবলার হোয়াং হি-চ্যানকেও নিতে হবে দায়িত্ব।

সম্ভাব্য লাইন আপ

উরুগুয়ে: (৪-৪-২): রোচেত (গোলরক্ষক), ভারেলা, গদিন, হিমেনেজ, অলিভেরা, ভালভার্দে, বেন্তানকুর, আরাসেতা, ভেচিনো, নুনেজ, সুয়ারেজ।

দক্ষিণ কোরিয়া: (৪-১-৪-১) কিম (গোলরক্ষক), জিন সু, মিন জে, ইয়ং গুন, মুন হোয়ান, জুং উ-ইয়ং, সন, হোয়ান, জিয়ং, হোয়াং, উই-জো।

প্রেডিকশন

বিশ্বমঞ্চে সাফল্যের বিচারেও এগিয়ে থাকবে দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। অন্যদিকে ২০০২ বিশ্বকাপে চতুর্থ হওয়া দক্ষিণ কোরিয়া শেষ দুই আসরে পার হতে পারেনি গ্রুপ পর্ব।

সম্ভাব্য স্কোর:

উরুগুয়ে ২-১ দক্ষিণ কোরিয়া

অন্যান্য পরিসংখ্যান

১) দুই দলের মুখোমুখি লড়াইয়ে দুইবারই জিতেছে উরুগুয়ে। ১৯৯০ সালে ইতালি বিশ্বকাপে ১-০ গোলের এবং ২০১০ বিশ্বকাপে ২-১ গোলের জয় পায় ল্যাতিন আমেরিকার দলটি।

২) শেষ তিনটি বিশ্বকাপে আর্জেন্টিনা, ব্রাজিল ও মেক্সিকোর সঙ্গে নকআউট পর্ব নিশ্চিত করা চারটি দলের একটি উরুগুয়ে।

৩) দিয়াগো আলনসো উরুগুয়ের দায়িত্ব নেওয়ার পর শেষ নয় ম্যাচের সাতটিতে জিতেছে উরুগুয়ে। গোল হজম করেছেন মাত্র দুটি।

৪) টানা দশম বিশ্বকাপ খেলতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া, সবমিলিয়ে একাদশ বার। যা এশিয়ান দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

৫) টুর্নামেন্টের শেষ দুটি সংস্করণে গ্রুপ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এ দুইবার নিজেদের প্রথম ম্যাচে জয় পায়নি দলটি (একটি ড্র ও একটি হার)।

৬) দক্ষিণ কোরিয়া শেষ নয়টি বিশ্বকাপ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে (দুটি ড্র ও পাঁচটি হার)। শেষ জয়টি ছিল ২০১৮ সালে চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে ২-০ গোলে জিতেছিল দলটি।

৭) বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া সেরা সাফল্য চতুর্থ। ২০০২ সালে ঘরের মাঠে সেমিফাইনালে পৌঁছে জার্মানির কাছে হেরে বিদায় নেয় দলটি।

৮) উরুগুয়ে তাদের শেষ সাতটি বিশ্বকাপের ছয়টিতে নিজেদের উদ্বোধনী ম্যাচে জিততে ব্যর্থ হয়েছে (তিনটি ড্র ও তিনটি হার)।

৯) ২০১৮ সালে রাশিয়ায় গ্রুপ পর্বের সবকটি ম্যাচ উরুগুয়ে জিতেছে কোনো গোল হজম না করেই।

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

3h ago