ভারত-বাংলাদেশ ম্যাচ সম্প্রচারে লোগোতে পাকিস্তানের নাম নেই, আইসিসির কাছে পিসিবির অভিযোগ

ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ নিয়ে যুদ্ধংদেহী মনোভাব সকলেরই জানা। ভারতের জার্সির লোগোতে পাকিস্তানের নাম থাকল কিনা, পাকিস্তানের মাঠে ভারতের পতাকা উড়ছে নাকি— এসব নিয়ে পর্যন্তু দুই দেশের দর্শকরা আলোচনার মাঠ গরম করে তোলেন। এবার সেরকম একটি বিষয় নিয়ে আইসিসির কাছে অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গতকাল বৃহস্পতিবার দুবাইয়ে মুখোমুখি হয় ভারত ও বাংলাদেশ। সরাসরি সম্প্রচারের সময় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো থাকে স্ক্রিনের উপরের দিকে বাঁ পাশে। কিন্তু সেই লোগোর নিচে আয়োজক পাকিস্তানের নাম ছিল না। শুধুমাত্র লেখা ছিল 'চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫'। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত পুরো ম্যাচেই লোগো এরকম থেকেছে।
তবে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি যে দুটি ম্যাচ হয়েছে (পাকিস্তান-নিউজিল্যান্ড ও আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা), সেগুলোতে লোগোর পাশাপাশি আয়োজক পাকিস্তানের নামও ভেসে উঠেছিল স্ক্রিনে। তাহলে বাংলাদেশের বিপক্ষে ভারতের ৬ উইকেটে জয় পাওয়া ম্যাচ সম্প্রচারের সময় কেন থাকেনি? এ নিয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে চিঠি লিখে ব্যাখা চেয়েছে পিসিবি। পাশাপাশি এমন কিছু সামনে আর যাতে না হয়, সে নিশ্চয়তা চেয়েছে সংস্থাটি।
শুক্রবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আইসিসির তরফ থেকে পিসিবিকে অনানুষ্ঠানিকভাবে জবাব দেওয়া হয়েছে যে, এটি প্রযুক্তিগত ত্রুটি ছিল। এই ব্যাখা যদিও পিসিবিকে সন্তুষ্ট করতে পারেনি।
সম্প্রচারের জন্য গ্রাফিকস তৈরি ও সরবরাহ করা হয়ে থাকে বেশ আগেভাগে। যেখানে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের নাম সংবলিত লোগো ছিল, সেখানে কেন ভারত-বাংলাদেশ ম্যাচে এমন ইস্যু দেখা দিল, সেটা বোধগম্য হচ্ছে না পিসিবির। চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাত কিংবা পাকিস্তানে হোক, এরকম কারিগরি ত্রুটি দেখা যাবে না বলে জানিয়েছে আইসিসি। দুবাইয়ের মাঠে আগামী ২৩ ফেব্রুয়ারি হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত ও পাকিস্তান।
এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে হয়েছে নানান জল্পনা-কল্পনা। আয়োজক স্বত্ব পাকিস্তানের হাতে, কিন্তু ভারত প্রতিবেশী দেশটির মাঠে খেলতে মানা করে দেয়। পাকিস্তান চেষ্টা চালিয়ে যায় নিজেদের মাঠে পুরো টুর্নামেন্ট করার। শেষমেশ হাইব্রিড মডেলেই খেলার সিদ্ধান্ত আসে আইসিসির তরফ থেকে।
ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে দুবাইয়ে। তারা ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী লড়াইও সেখানেই হবে। আর এই হাইব্রিড মডেলে রাজি হওয়ার বিনিময়ে পাকিস্তান শর্ত দিয়েছে, পরবর্তী তিন বছরে আইসিসির কোনো ইভেন্টে ভারতের মাটিতে খেলবে না তারা। অর্থাৎ আয়োজক পাকিস্তান হোক বা ভারত, আবারও খেলা হবে হাইব্রিড মডেলেই।
Comments