১৭ পদে ৯২ জনকে নিয়োগ দেবে স্বাস্থ্য অধিদপ্তর

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্টের অধীনে ১৭টি পদে মোট ৯২ জনকে নিয়োগ দেওয়া হবে।

সরাসরি নিয়োগ পদ্ধতিতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হবে।

যেসব পদে নিয়োগ

সিনিয়র ইন্সট্রাক্টর ১ জন, ট্রেনিং কো-অর্ডিনেটর ১ জন, শিশু স্বাস্থ্য চিকিৎসক ২২ জন, শিশু মনোবিজ্ঞানী ৩ জন, ডেভেলপমেন্ট থেরাপিস্ট ১৬ জন, সার্ভিস মেডিকেল অফিসার ১২ জন, কোয়ালিটি অফিসার ২ জন ও রিজিওনাল কো-অর্ডিনেটর (কোয়ালিটি) ৪ জন নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া, হিসাব রক্ষক ২ জন, হিসাব রক্ষক (শিশু বিকাশ কেন্দ্র) ১ জন, অফিস ম্যানেজার ১ জন, অফিস ম্যানেজার/কম্পিউটার অপারেটর ২১ জন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই)/ (ইপিআই টেকনোলজিস্ট ১ জন, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)/ (ল্যাব টেকনিশিয়ান) ২ জন, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) ১ জন, জুনিয়র মেকানিক ১ জন ও প্রধান সহকারি ১ জন নিয়োগ দেওয়া হবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ষষ্ঠ ও নবম গ্রেডের পদের জন্য ৫০০ টাকা এবং ১১ থেকে ১৫তম গ্রেডের পদের জন্য ৩০০ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়

আবেদন করা যাবে আগামী ২ মার্চ পর্যন্ত।

নিয়োগ বিজ্ঞপ্তি-১

নিয়োগ বিজ্ঞপ্তি-২

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

8h ago