কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে ৯০ শূন্যপদে চাকরির সুযোগ

আগ্রহী প্রার্থীদের আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে ৯০ শূন্যপদে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (কেজিডিসিএল) ১২ থেকে ১৪তম গ্রেডে ৯০টি শূন্যপদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 

আগ্রহী প্রার্থীদের আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: স্টোরকিপার
পদসংখ্যা: ৩টি
যোগ্যতা: স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

পদের নাম: ভাণ্ডার সহকারী
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

পদের নাম: পরিবহন সহকারী
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

পদের নাম: রাজস্ব সহকারী
পদসংখ্যা: ৯টি
যোগ্যতা: ন্যূনতম এইচএসসি (বাণিজ্য) পাসসহ হিসাব, অডিট বা অর্থ বিষয়ে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: ন্যূনতম এইচএসসি (বাণিজ্য) পাসসহ হিসাব, অডিট, অর্থ বিষয়ে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

পদের নাম: সার্ভেয়ার
পদসংখ্যা: ৯টি
যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে সার্ভে বিষয়ে ডিপ্লোমা। অথবা সার্ভে বিষয়ে কমপক্ষে ৬ মাস মেয়াদী অনুমোদিত সার্টিফিকেট কোর্স পাস, প্রয়োজনীয় বৈধ লাইসেন্সসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

পদের নাম: নির্মাণ পরিদর্শক
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে সিভিল, স্থাপত্য, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, মেকানিক্যাল বা কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা। অথবা সিভিল, স্থাপত্য, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, মেকানিক্যাল, কম্পিউটার বিষয়ে কমপক্ষে ৬ মাস মেয়াদী অনুমোদিত সার্টিফিকেট কোর্স পাস, প্রয়োজনীয় বৈধ লাইসেন্সসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

পদের নাম: রেডিওগ্রাফার
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে রেডিওলজি, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা। অথবা রেডিওলজি, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বিষয়ে কমপক্ষে ৬ মাস মেয়াদি অনুমোদিত সার্টিফিকেট কোর্স পাস, প্রয়োজনীয় বৈধ লাইসেন্সসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

পদের নাম: ফোরম্যান
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে অটোমেকানিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা। অথবা অটোমেকানিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, কম্পিউটার বিষয়ে কমপক্ষে ৬ মাস মেয়াদি অনুমোদিত সার্টিফিকেট কোর্স পাস, প্রয়োজনীয় বৈধ লাইসেন্সসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

পদের নাম: জিআইএস অপারেটর
পদসংখ্যা: ৪টি
যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে কম্পিউটার, স্থাপত্য, সিভিল বিষয়ে ডিপ্লোমা। অথবা কম্পিউটার, স্থাপত্য, সিভিল বিষয়ে কমপক্ষে ৬ মাস মেয়াদি অনুমোদিত সার্টিফিকেট কোর্স পাস, প্রয়োজনীয় বৈধ লাইসেন্সসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা।

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

পদের নাম: চিকিৎসা সহকারী
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতাসহ স্বীকৃত ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন মেডিসিন বা ডিপ্লোমা ইন সার্জারি (ডিএমডিএস) বিষয়ে ৪ বছর (এক বছর ইন্টার্নশিপসহ) মেয়াদি ডিপ্লোমা। অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতাসহ স্বীকৃত ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি বিষয়ে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা পাস বা স্বীকৃত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (এমএটিএস) থেকে ৩ বছর মেয়াদি কোর্স, এক বছর ইন্টার্নশিপসহ ডিপ্লোমা।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

পদের নাম: বোরিং, বেন্ডিং, কমপ্রেসর অপারেটর কাম মেশিনিস্ট
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি, জেএসসি বা সমমান পাস ও স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল, অটোমেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বিষয়ে কমপক্ষে ৬ মাস মেয়াদি অনুমোদিত ট্রেড, সার্টিফিকেট কোর্সসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম: জেনারেটর অপারেটর
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি, জেএসসি, সমমান পাস ও স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল, অটোমেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বিষয়ে কমপক্ষে ৬ মাস মেয়াদি অনুমোদিত ট্রেড বা সার্টিফিকেট কোর্সসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম: ড্রাফটসম্যান
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান পাস। স্বীকৃত ইনস্টিটিউট থেকে সার্ভে, সিভিল, স্থাপত্য বিষয়ে কমপক্ষে ৬ মাস মেয়াদি অনুমোদিত ট্রেড, সার্টিফিকেট কোর্সসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম: টেকনিশিয়ান
পদসংখ্যা: ৩২টি
যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ওয়েল্ডিং, অটোমোবাইল বা প্লাম্বার বিষয়ে ডিপ্লোমা। অথবা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ওয়েল্ডিং, অটোমোবাইল বা প্লাম্বার বিষয়ে কমপক্ষে ৬ মাস মেয়াদি অনুমোদিত সার্টিফিকেট কোর্স পাস, প্রয়োজনীয় বৈধ লাইসেন্সসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম: ওয়েল্ডিং সুপারভাইজার
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল, ওয়েল্ডিং বিষয়ে ডিপ্লোমা। অথবা মেকানিক্যাল বিষয়ে কমপক্ষে ৬ মাস মেয়াদি অনুমোদিত সার্টিফিকেট কোর্স পাস, প্রয়োজনীয় বৈধ লাইসেন্সসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম: প্ল্যান্ট অপারেটর
পদসংখ্যা: ১৬টি
যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি, জেএসসি, সমমান পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতাসহ স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৬ মাস মেয়াদি অনুমোদিত ট্রেড, সার্টিফিকেট কোর্স পাস।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

আবেদন যেভাবে: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী http://kgdcl.teletalk.com.bd এই ওয়েবসাইটে অথবা কেজিডিসিএল-এর Web Address http://www.kgdcl.gov.bd হতে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ইতোপূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি (সূত্র নম্বর: ২৮.১৫.০০০০.২০৮.০৪.০০৩.২২-১৩১৮ তারিখ: ২৯.১২.২০২২)-এর পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন, আলোচ্য পুনঃনিয়োগ বিজ্ঞপ্তিতে তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) পিক্সেল ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে।

আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৩ সেপ্টেম্বর সকাল ১০টা।
আবেদনের পূরণ ও ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ১৭ সেপ্টেম্বর বিকেল ৫টা।

আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে ১-১১ নম্বর পদের জন্য ৩০০ টাকা ও ১২-১৭ নম্বর পদের জন্য ২০০ টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে।

বয়সসীমা: প্রার্থীর সর্বনিম্ন বয়স ০৩.০৯.২০২৩ তারিখে ১৮ বছর ও সর্বোচ্চ বয়স ২৫.০৩.২০২০ তারিখে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা, প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ বয়স ৩২ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এরূপ প্রার্থীর ক্ষেত্রে বয়স ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের বয়স প্রমাণের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট-এ লিপিবদ্ধ জন্ম তারিখ প্রকৃত জন্ম তারিখ হিসেবে গণ্য করা হবে। 'ও' লেভেল এবং 'এ' লেভেল ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে জন্ম তারিখ সম্বলিত দালিলিক প্রমাণ জমা দিতে হবে এবং অষ্টম শ্রেণি পাশ প্রার্থীদের ক্ষেত্রে বয়স প্রমাণের জন্য এনআইডি কার্ডসহ অষ্টম শ্রেণি পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট-এ লিপিবদ্ধ জন্ম তারিখ প্রকৃত জন্ম তারিখ হিসেবে গণ্য করা হবে। বয়স সংক্রান্ত তারিখের কোন এফিডেভিট (Affidavit) গ্রহণযোগ্য হবে না।  

গ্রন্থনা: আহমেদ হিমেল

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

2h ago