জনবল নেবে সেতু কর্তৃপক্ষ, পদ ৬৬

ছবি: সংগৃহীত

সহকারী পরিচালক থেকে অফিস সহায়ক পর্যন্ত মোট ১৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এসব পদে মোট ৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

অ্যাসিসট্যান্ট ডিরেক্টর পদে দুইজন, অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে দুইজন, অ্যাসিসট্যান্ট প্রোগ্রামার পদে একজন, অ্যাসিসট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে একজন, এস্টিমেটর/সাব-অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে দুইজন, কম্পিউটার অপারেটর পদে সাতজন, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে তিনজন, কানুনগো পদে একজন, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ১১ জন, ক্যাশিয়ার পদে একজন, অ্যাকাউন্ট অ্যাসিসট্যান্ট পদে একজন, ডাটা এন্ট্রি অপারেটর পদে একজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৪ জন, সার্ভেয়ার পদে একজন, চেইনম্যান পদে দুইজন ও অফিস সহায়ক পদে ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

আবেদনকারীর বয়স ১ ফেব্রুয়ারি ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের চলমান বা শেষ হওয়া প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বয়স শিথিলযোগ্য।

মৌখিক পরীক্ষার সময় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিয়োগপত্রের মূল কপি দেখাতে হবে।

আবেদন শুরু হবে ১ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে, চলবে ২ মার্চ বিকেল ৫টা পর্যন্ত। অনলাইনে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে।

এ সংক্রান্ত বিস্তারিত জানুন এখানে

আবেদন করতে ক্লিক করুন।

Comments

The Daily Star  | English

Economist Abul Barkat held in corruption case

Prof Abul Barkat was the chairman of state-owned Janata Bank PLC

7m ago