কৃষি গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ পরীক্ষা স্থগিত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের 'অফিস সহকারী-কাম-হিসাব রক্ষক, ম্যাশন ও প্লাম্বার' পদে নিয়োগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৩ নভেম্বর পরীক্ষাটি হওয়ার কথা ছিল।

আজ মঙ্গলবার দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট।

এতে বলা হয়েছে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের 'অফিস সহকারী-কাম-হিসাব রক্ষক, ম্যাশন ও প্লাম্বার' পদে নিয়োগের জন্য আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো।

এই পরীক্ষা কবে নেওয়া হবে, তা পরবর্তীতে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Comments

The Daily Star  | English
Domestic violence killing women in Bangladesh

Domestic violence in Bangladesh: When numbers speak of the silence

When we are informed that 133 women have been killed by their husbands in seven months, it is no longer just a number.

8h ago