আইনজীবী অন্তর্ভুক্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ মার্চ

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তি এমসিকিউ (বহুনির্বাচনী পরীক্ষার অনলাইন ফরম পূরণ প্রক্রিয়া আগামী ১ মার্চ বিকেল ৫টা থেকে শুরু হবে। চলবে ৩১ মার্চ দিবাগত রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
যোগ্য ব্যক্তিরা এই সময়ের মধ্যে অনলাইনে ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের পর অনলাইন ফরম পূরণ অ্যাপ্লিকেশন প্রোগাম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং এমসিকিউ পরীক্ষার ফরম পূরণের আর কোনো সুযোগ থাকবে না।
এছাড়া, ৩১ মার্চে মেয়াদোত্তীর্ণ রেজিস্ট্রেশনধারী প্রার্থীদের বিধিমালা সাপেক্ষে রি-রেজিস্ট্রেশন করে নিতে হবে। এ রকম প্রার্থীদেরকে আগামী দুই সপ্তাহের ভেতরে বার কাউন্সিলের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সংযুক্ত হয়ে রেজিস্ট্রেশন হালনাগাদ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৮ মার্চ থেকে নিম্ন আদালতের জন্য অনলাইন পিউপিলেজ-রেজিস্ট্রেশন-লিংক দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে।
নিয়মিত পরীক্ষার্থীদের অনলাইন ফরম পূরণের শেষ ধাপে পরীক্ষার ফি বাবদ সর্বমোট চার হাজার ২০ এবং রি-অ্যাপিয়ার পরীক্ষার্থীদের এক হাজার ৬৩০ টাকা যে কোনো টেলিটক প্রি-পেইড নম্বর ব্যবহার করে পরিশোধ করতে হবে।
বার কাউন্সিল সূত্র জানিয়েছে, আগামী ২৫ এপ্রিল (পরীক্ষার হল প্রাপ্তি সাপেক্ষে) আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার এমসিকিউ অনুষ্ঠিত হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন
Comments