কর্মবিরতিতে ঢামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন এক চিকিৎসকের ওপর হামলার ঘটনার ৪৮ ঘণ্টা পার হলেও এখনো কোনো অপরাধী শনাক্ত না হওয়ায় কর্মবিরতির ঘোষণা দিয়েছেন হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসকরা।
আজ বৃহস্পতিবার তারা এ ঘোষণা দেন বলে জানিয়েছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ)।
সংগঠনটি জানায়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবেন।
ইচিপ সভাপতি ডা. মো. মহিউদ্দিন জিলানি ডেইলি স্টারকে বলেন, 'আজ সকালে আমরা কর্মস্থলে যাওয়ার পর কর্মবিরতির ঘোষণা দেই। ৪৮ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত অপরাধীদের শনাক্ত করা যায়নি। তাই আমরা কর্মবিরতিতে গিয়েছি।'
এর আগে, ৮ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সাজ্জাদ হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাজ্জাদ হোসেন ৯ আগস্ট শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
Comments